বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.(আইবিবিএল) এর মধ্যে অনলাইনে অর্থ সংগ্রহ সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার রাজধানীতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নান ও আইবিবিএল’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা এ স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিএইচবিএফসি’র পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী এবং আইবিবিএল’র পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জামাল উদ্দিন মজুমদার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে বিএইচবিএফসি এবং আইবিবিএল’র উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান চুক্তিটিকে দুটি প্রতিষ্ঠানের আন্তঃপ্রাতিষ্ঠানিক ভ্রাতৃত্বের বন্ধন বলে উল্লেখ করেন।
বাংলা৭১নিউজ/এসএআর