শনিবার, ১৮ মে ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০ হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড় মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনা কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে রাফায় হামলা: দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত হামাস দুই বিভাগে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির আভাস আফগানিস্তানে বন্দুকধারীদের গুলি, স্প্যানিশ পর্যটকসহ নিহত ৪ সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি

ফেনীতে খালেদার গাড়িবহরে হামলা–ভাঙচুর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
  • ১৩৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ফেনী: ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজারগামী গাড়িবহরের নয়টি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় সংবাদমাধ্যমের সাতটি গাড়িও ভাঙচুর করা হয়। এতে ২০-২৫ জন আহত হয়েছেন।

আজ বিকেলে পৌনে ৫টার দিকে ফেনীর লালপুর নামক স্থানে একটি হোটেলের সামনে খালেদা জিয়ার বহরের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় সেখানে বিএনপির নেতারা ছাড়াও গণমাধ্যমকর্মীরা ছিলেন।

এ ঘটনার সময় খালেদা জিয়া ফেনী শহরে প্রবেশ করেননি। কিছু গাড়ি বহরের আগে এসে ওই হোটেলে দুপুরের খাবার খেয়েছেন।

পরে একই জেলার ফতেহপুরে বিএনপি চেয়ারপারসনের বহরের আরো সাতটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় একাত্তর টিভি, জিটিভি ও ডিবিসি টিভি, প্রথম আলো ও ডেইলি স্টারের গাড়িও ভাঙচুর করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির একটি গাড়িও ভাঙচুর করা হয়।

d303e3d9ced997ce2b9bd69ee699cd56-59f485c429988

লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ইট-পাটকেল ছুড়ে এসব গাড়ি ভাঙচুর করা হয়। এসব গাড়ির মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুর গাড়ি রয়েছে।

লালপুরে হোটেল সেভেন স্টারের সামনে হঠাৎ করেই কিছু দুর্বৃত্ত আসেন। একপর্যায়ে কথাকাটির জের ধরে তারা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় সেখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল তাদের শান্ত করার চেষ্টা করেন। হঠাৎ করেই অন্য প্রান্ত থেকে বেশ কয়েকজন এসে লাঠিসোটা নিয়ে আক্রমণ চালালে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির সামনের অংশ ভেঙে যায়। এ সময় সেখানে থাকা বহরের অন্য গাড়িগুলো দ্রুত সরিয়ে নেন সংশ্লিষ্টরা।

এদিকে উত্তেজনার সংবাদ পেয়ে আরো কিছু দুর্বৃত্ত সেখানে আসেন। পরিস্থিতি এড়াতে সেখানে থাকা বিএনপির নেতারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে চৌদ্দগ্রামে ঢিল ছুঁড়লে চ্যানেল আইয়ের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে মহিপাল নামক স্থানে বৈশাখী টিভির একটি গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে।

2855e22b2c99605b0b6cc5ec8060d9fe-59f46d1feed84

এর আগে সকাল পৌনে ১১টার দিকে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে সড়ক পথে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ চট্টগ্রাম পৌঁছে সেখানকার সার্কিট হাউজে অবস্থান করবেন বিএনপি নেত্রী। যাত্রাপথে দুপুরে ফেনীর সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন। সেখানে মধ্যাহ্নভোজ শেষে রওনা দিয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছাবেন রাতে। রোববার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন তিনি। রোববার কক্সবাজার সার্কিট হাউজে অবস্থান করে সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। কক্সবাজারের উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বিএনপি প্রধান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়িবহরে হামলা প্রসঙ্গে অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা এ হামলা-ভাঙচুর চালিয়েছে। তিনি অবিলম্বে সরকার দলীয় সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।’

বিএনপির মহাসচিব জানিয়েছেন, খালেদা জিয়া তার এই সফরে প্রায় ১০ হাজার শরণার্থীকে ত্রাণ দেবেন। এর আগে ২০১২ সালে কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লীতে হামলা ও ভাঙচুরের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কক্সবাজারে যান খালেদা জিয়া।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com