কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় তিন সদস্যকে আটক করেছে র্যাব।
শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন- ক্যাম্প-১২, ব্লক-জি/১২ এর মৃত নুর আলমের ছেলে আছমত উল্লাহ (২১), ক্যাম্প-১৮, ব্লক-কে/৯ এর রহমত উল্লাহর ছেলে আব্দুর রহমান (২৭) ও ক্যাম্প-১৮, ব্লক-কে/৮ এর মৃত ফকির মাহমুদের ছেলে আবু সামা (২৮)।
আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার র্যাব-১৫ ও ৮ এপিবিএন যৌথ আভিযান চালায় উখিয়ার বিভিন্ন ক্যাম্পে। এসময় আরসার সক্রিয় তিন সদস্যকে আটক করা হয়।
এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ফয়েজুল ইসলাম ও ইব্রাহিম নামে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই সদস্যকে আটক করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ