আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীতে শোক র্যালি করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এতে অংশ নেন দলটির কয়েক হাজার নেতাকর্মী।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল ইস্টার্ন ভিউ’র সামনে থেকে র্যালিটি বের হয়। র্যালি বিজয়নগর মোড়-পল্টন মোড়-বায়তুল মোকাররম- দৈনিক বাংলা মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)র প্রেসিডিয়াম সদস্য ওয়াশিকুর রহমান অঞ্জন, ইমন, ফারহান আহমেদ, মহাসচিব আব্দুল মতিন সাউথ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদ, যুব সংহতি’র সদস্য সচিব হারুনুর রশিদ, সদস্য সচিব খলিলুর রহমান প্রমুখ।
মিছিল শুরুর আগে মহাসচিব আব্দুল মতিন সাউথ বলেন, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিছিল ও র্যালি করছি। এটি রাজনৈতিক কর্মসূচি হলেও শহীদদের স্মরণে আমরা এই মিছিল করছি। আমাদের লক্ষ্য দেশে সুষ্ঠু ধারার রাজনীতি। ভালো ও মেধাবী লোকেরা রাজনীতিতে আসুক।
এরআগে সকাল ১০টা থেকে ফকিরাপুল ইস্টার্ন ভিউ’র সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। মাতৃভাষা দিবসের ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দলটির ৬টি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
বাংলা৭১নিউজ/আরএম