জয়পুরহাটের কালাই উপজেলায় ভটভটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোমিন উদ্দীন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
স্থানীয়দের বরাত দিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, মোমিন উদ্দীন শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে করে মাছ বিক্রির উদ্দেশ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে পাঠান পাড়া-বৈরাগীর হাট সড়কের সাতার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন চালক মোমিন উদ্দীন ও মোস্তাফিজুর রহমান মস্তো।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোমিন উদ্দীনকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য মোস্তাফিজুর রহমানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন।
বাংলা৭১নিউজ/আরএম