কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)।
পুলিশ জানিয়েছে, সকালে নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী ঈদগাঁও স্টেশন থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কলেজ গেইটের ব্রিজ পর্যন্ত পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির জানান, মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ