রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে ২১ বাংলাদেশি আটক ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল গ্রেপ্তার অনুমাননির্ভর কোনো কথা বলতে চাই না: সাখাওয়াত হোসেন সমাজকল্যাণ উপদেষ্টার প্রশ্ন সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিবের ৭ দিনের রিমান্ড হেলেনা জাহাঙ্গীর-রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

নওগাঁয় বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭ বার পড়া হয়েছে

১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে নওগাঁ সদর উপজেলার তিলকপুরে বাধা ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন দলটির নেতাকর্মীরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে উপজেলার তিলকপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ফতেপুর উপজেলার বাজারে সমবেত হতে থাকেন। বেলা ১১টার দিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের ধলুর নেতৃত্বে ফতেপুর বাজার থেকে তিলকপুর ইউনিয়ন পরিষদ অভিমুখে বিএনপির পদযাত্রা বের হয়।

পদযাত্রাটি ফতেপুর-তিলকপুর সড়ক হয়ে উপজেলার দুর্গাপুর এলাকায় পৌঁছালে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডিএম আওয়াল আতা ও জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমানের রিজভীর নেতৃত্ব আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে বাধা দেয়। বিএনপির নেতাকর্মী বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর হামলা করেন। এতে তিলকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন আলী নান্নু, সাংঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুবদল কর্মী লিপটন, সোহেল রানা ও চান মিয়া আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপি নেতা জাহিদুল ইসলাম বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা নিয়ে যাচ্ছিলাম। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা কোনো প্রকার উসকানি ছাড়াই লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করেন। এতে আমাদের দলের পাঁচ-ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন।

হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডিএম আওয়াল দাবি করেন, বিএনপির পদযাত্রাকে ঘিরে যাতে কোনো অপ্রতীকর ঘটনা না ঘটে, সেজন্য পদযাত্রার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমাদের দলের ছেলে-পেলেরা সহায়তা করছিল। কিন্তু বিএনপির উগ্র কর্মীরা আমাদের ওপর হামলা করে। হামলায় সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজু হোসেন গুরুতর আহত হয়েছেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, তিলকপুর ইউনিয়নে কিছুটা উত্তেজনা হলেও পুরো উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক ছিল। তিলকপুরের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com