কুমিল্লায় ইয়াবা ও গাঁজাসহ ভারতীয় দুই নাগরিকসহ তিনজনকে আটক করেছে র্যাব।
রোববার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে আদর্শ সদর উপজেলার শালধর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-ভারতের ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানার কুলুবাড়ী গ্রামের হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের মোরশেদ মিয়ার ছেলে মাসুম মিয়া (২৩) এবং কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁনপুর গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে গোলাম রাব্বি ইসলাম পাপ্পু (২০)।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আদর্শ সদর উপজেলার শালধর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন হাজার ৫১০ পিস ইয়াবা ও ১০১ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ