মাদারীপুর সদর উপজেলায় আউয়াল মাতুব্বর নামের ঘুমন্ত এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আউয়াল মাতুব্বর চা দোকানেই থাকেন। প্রতিদিনের মতো শনিবারও তিনি চা দোকানে ঘুমান। ভোরে দোকানের ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আউয়াল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের গলা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
বাংলা৭১নিউজ/এসএইচ