রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হাসান (২৫) পেশায় ঠিকাদার।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, খবর পেয়ে ফ্লাইওভারের ওপরে পড়ে থাকা অবস্থায় চালককে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে তিনটায় ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। নিহতের মাথা চ্যাপ্টা হয়ে গেছে। কোন গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন, সেটা জানা যায়নি। গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।
নিহতের ভগ্নিপতি দিদারুল আলম বলেন, খবর পেয়ে ঢাকা মেডিক্যালে এসে আমার শ্যালকের মরদেহ শনাক্ত করি। সে ঠিকাদারি ব্যবসা পাশাপাশি রাইড শেয়ারিং করত।
বাংলা৭১নিউজ/এসএইচ