চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে শহরের সোনার মোড়ে র্যাব ও নৌকা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২০ রাউন্ড গুলি ছোড়ে আইন-শৃঙ্খলাবাহিনী।
বুধবার বেলা তিনটার দিকে শহরের ৬ নং ওয়ার্ডের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোটকেন্দ্রের পাশেই নৌকার প্রার্থী মো. আব্দুল ওদুদের সমর্থকরা খাচ্ছিলেন। এ সময় র্যাব সদস্যরা তাদেরকে সেখান থেকে চলে যেতে বললে সংঘর্ষে বাধে। এক পর্যায়ে নৌকার সমর্থকরা র্যাবের উপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২০ রাউন্ড গুলি ছোড়ে আইন-শৃঙ্খলাবাহিনী।
এর আগে ওই কেন্দ্রের গেটের সামনে থেকে একটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ