রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর মারা গেল ছেলেও ১৯ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন আজ রোনালদোর ৯০৬, পর্তুগালের টানা তৃতীয় জয় পাবনায় আ.লীগের হামলায় বিএনপির ২৫ কর্মী আহত শেবাচিম হাসপাতালে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ব্রাজিলে ঝড়ের আঘাতে ৭ জনের মৃত্যু দুর্গাপূজা উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় আজ দৌলতদিয়ায় আধিপত্য নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা বঙ্গোপসাগরে নোঙর করে রাখা এলপিজি বহনকারী জাহাজে আগুন সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হচ্ছে আজ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ জনের মৃত্যু ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে মামলা ৮৩৮, জরিমানা ৩৮ লাখ আমাদের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নেই: ইসি সংস্কার প্রধান ফেনীর সাবেক এমপি হাজী রহিম উল্লাহ ধানমন্ডি থেকে গ্রেপ্তার ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা ‘উৎসব অন্ধকার থেকে আলোকের উদ্ভাসন’ ফরিদপুরে অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনা নৌ জাহাজ আপনারা না পারলে দায়িত্ব আমাদের দেন: সারজিস আলম

দুই আসনে উপ-নির্বাচন ভোটগ্রহণে প্রস্তুত বগুড়া, বন্ধ প্রচারণা

বগুড়া প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩৩ বার পড়া হয়েছে

বগুড়া-৪ ও ৬ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এদিকে সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা।

জেলা নির্বাচন সূত্র জানায়, বগুড়ার দুটি আসনে মোট ২৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এরমধ্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ১১২টি এবং বগুড়া-৬ (সদর) আসনের ১৪৩টি কেন্দ্র আছে।

বগুড়া জেলা পুলিশের গোপনীয় শাখা সূত্র জানিয়েছে, ২৫৫টি কেন্দ্রের মধ্যে ১৫৮টি আসনকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বগুড়া-৪ আসনে আছে ৭৯টি এবং বগুড়া-৬ আসনে ১৫৮টি।

দুই আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ভোট অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাড়ে চার হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবেন। পাশাপাশি নির্বাচনী এলাকায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

Bo-(2).jpg

জেলা প্রশাসক আরও বলেন, ২৫৫টি ভোট কেন্দ্রের এক হাজার ৭৯৪টি ভোট কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার জন্য তিনজন পুলিশ ছাড়াও এপিবিএন, আনসার ভিডিপিসহ ১৭জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রের বাইরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি সদস্যরা টহল দেবেন।

বগুড়ার এ দুই আসনের উপ-নির্বাচনে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বগুড়া-৪ আসনে ছয়জন এবং বগুড়া-৬ আসনে ১১জন প্রার্থী আছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com