রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্দোলনে আহতদের দেখতে শেখ হাসিনা বার্নে স্বাস্থ্য উপদেষ্টা পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৬ সেনা ও ৮ বিদ্রোহী নিহত ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু নেত্রকোণায় ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭ বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামীদের জন্য হচ্ছে ‘স্পেশাল লাউঞ্জ’ ‘হেলমেট বাহিনীর’ সদস্য মনিরুল অস্ত্রসহ গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার ‘সাধারণ মানুষ যাতে ইলিশ খেতে পারে, সেই চেষ্টা করতে হবে’ শেরপুরে বন্যায় ৪ মৃত্যু, নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের সারা দেশে দুই লক্ষাধিক আনসার মোতায়েন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতিকে অপসারণের পর এবার সংবিধান বাতিলের দাবি হাসনাতের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলিক সংস্কারের প্রস্তাব করেছে জামায়াত প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ ঘরেই মাদকের কারবার করতেন স্বামী-স্ত্রী, যৌথবাহিনী অভিযানে ধরা

‘শেরে বাংলা গোল্ডেন অ‍্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক আউয়াল চৌধুরী

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন‍্য এ বছর ‘শেরে-বাংলা গোল্ডেন অ‍্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন সাংবাদিক আউয়াল চৌধুরী। শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ এ পুরষ্কার প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। প্রধান আলোচক ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ‍্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, স্বাগত বক্তব‍্য রাখেন শেরে বাংলা গবেষণা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা।

সার্বিক দায়িত্ব পালন করেন মহাসচিব মো: আরকে রিপন। এতে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শিলা, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন প্রিন্স। 

পুরস্কার পেয়ে সাংবাদিক আউয়াল চৌধুরী বলেন, দীর্ঘ দুই দশক ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। আমার করা অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে। সেসবকে বিবেচনায় নিয়ে তারা আমাকে এ অ‍্যাওয়ার্ড প্রদান করেছে। শেরে বাংলা একে ফজলুল হক বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা ছিলেন। অবিভক্ত বাংলার প্রধামন্ত্রী ছিলেন। তাঁর গবেষণা পরিষদ থেকে এ পুরস্কার পাওয়া আত‍্যান্ত সম্মানের। আর পুরস্কার পেলে কাজের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায়।

আউয়াল চৌধুরীর জন্মস্থান ফেনী জেলার ছাগলনাইয়া থানার কাশীপুর গ্রামের চৌধুরী বাড়িতে। দীর্ঘ দুই দশক ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। সমাজের গভীর থেকে গভীর ক্ষত নিয়ে তার অনুসন্ধানী প্রতিবেদন সমাজকে নাড়া দেয়। তার লেখালেখিজুড়ে উঠে আসে প্রান্তিক এলাকার মানুষের সংগ্রাম, দুঃখ-বেদনা এবং উপলব্দির গল্প। 

তিনি সাংবাদিকতার পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একুশে টেলিভিশনে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

আউয়াল চৌধুরী দেশি-বিদেশি নানা প্রশিক্ষণের মাধ‍্যমে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন। সর্বশেষ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২০২২ সালে ওয়ার্ল্ড ব‍্যাংক এর বার্ষিক কনফারেন্সে এ অংশগ্রহণ করে জানার পরিধিকে আরও বিস্তৃত করেন। এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতে তিনি বিভিন্ন কনফারেন্সে যোগদান করেন। এর আগে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন‍্য ২০২২ সালে তিনি ‘সংশপ্তক’ অ‍্যাওয়ার্ড লাভ করেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com