বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে

হিলিতে পান পাতায় পচন রোগ, আতঙ্কে পান চাষীরা

হিলি (দিনাজপুর} প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

দিনাজপুর হিলিতে পানপাতার ভালো ফলন হয়েছে। তবে পানবরজে পচন রোগ নিয়ে আতঙ্কে রয়েছেন পানচাষীরা। পানচাষীদের অভিযোগ ওষুধ প্রয়োগ করেও কোন কাজ হচ্ছে না। তবে কৃষি বিভাগ বলছে, পচনসহ বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা।

উপজেলার ঘাসুরিয়া ও মাধবপাড়া গ্রাম দুটি পলি ( বালু) এলাকায় হওয়ায় অন্য ফসলের চেয়ে পান পাতার বরজ লাভ জনক। তাই ওই দুটি গ্রামে গড়ে উঠেছে দেড় শতাধিক পানবরজ। ওই এলাকার চাষীরা পানবরজের প্রতি আগ্রহী। জমিও পানপাতা চাষের উপযোগী।

মাধবপাড়া গ্রামের পানবরজ মালিক মোস্তাফিজুর রহমান জানান, চলতি বছর ফলন ভালো হওয়ার পাশাপাশি দামও ভালো পাচ্ছেনা পান চাষীরা। তবে কিছুদিন থেকে পানবরজে পচন রোগ দেখা দিয়েছে। পচন রোগটা ছোঁয়াছে রোগের মতো। যে বরজে দেখা দিচ্ছে, কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়ছে গোটা বরজে। এই রোগ প্রতিরোধ করা না গেলে ব্যাপক ক্ষতির সম্মুখিন হতে হবে পানচাষীদের।

ঘাসুরিয়া গ্রামের পানবরজ মালিক নজরুল ইসলাম জানান, এবার বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ার কারণে পানের ফলন ভালো হয়েছে । তবে আতঙ্কে রয়েছে পচন রোগ নিয়ে। ইতিমধ্যেই অনেক বরজেই পচন রোগ দেখা দিয়েছে। পচন ধরেছে পানপাতায়। পানবরজে ওষুধ প্রয়োগ করেও কোন কাজ হচ্ছে না। এ নিয়ে দুশ্চিন্তার ভাজ পড়েছে পানচাষীদের কাপলে।

হাকিমপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার বলেন, হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ঘাসুরিয়া ও মাধবপাড়া এলাকায় ৪০ হেক্টর জমিতে ১৫৬ টি পানের বরজ রয়েছে। সম্প্রতি কিছু পান বরজে পচন রোগ দেখা দিয়েছে। পান বরজগুলোতে পচন রোগ প্রতিরোধে ছত্রাক নাশক অটোস্কীন, ম্যালছার, অক্সিক্লোবাইট ওষুধ স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com