শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘পলো বাওয়া উৎসব’ দেখতে আদমপুর বিলে মানুষের ঢল বিজয় সম্পূর্ণ করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে : মাহমুদুর রহমান মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই ঢাবিতে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ জনের মধ্যে ৫ জনের মৃত্যু ইউক্রেন সীমান্তে উত্তর কোরিয়ার ৮ হাজার সেনা: যুক্তরাষ্ট্র জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের সংঘর্ষ, যুবক নিহত নারী উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন সাত কলেজের অধিভুক্তি বাতিলে ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম ‘বিএনপি কেন চুপ্পুকে রাখতে চায় আমি কোনো যুক্তি খুঁজে পাই না’ বাহুবলে ৯০০ বস্তা ভারতীয় চিনি জব্দ জামায়াত য‌দি ভুল ক‌রে, তা তু‌লে ধর‌তে হ‌বে চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নিল সরকার যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিলেন ৬ কোটি ভোটার, হ্যারিস এগিয়ে বকেয়া না পেয়ে বাংলাদেশে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল আদানি নিখোঁজের একদিন পর হানিফ ফ্লাইওভারে মিলল গাড়িচালকের মরদেহ ৩ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে: জ্বালানি উপদেষ্টা

বিএনপি সমাবেশ করে দেশে অশান্তি সৃষ্টির লক্ষ্যে: তথ্যমন্ত্রী

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১০ বার পড়া হয়েছে

বিএনপি দেশে অশান্তি সৃষ্টির লক্ষ্যে সমাবেশ করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, আমাদের দল আজ যে সমাবেশ করছে ও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে সমাবেশ আমরা করেছি, সেগুলো শান্তি সমাবেশ। আর নয়াপল্টন, প্রেস ক্লাবসহ বিভিন্ন জায়গায় বিএনপি যে সমাবেশ করছে সেগুলো হচ্ছে দেশে অশান্তি সৃষ্টি করার লক্ষ্যে সমাবেশ। এই হচ্ছে আমাদের সমাবেশের সঙ্গে তাদের সমাবেশের পার্থক্য।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপি, জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে’ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তারা (বিএনপি) দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। কিন্তু অশান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আর বিদেশিদের পদলেহন করে কোনো লাভ হয়নি। আমাদের নেতাকর্মীরা সবসময় সতর্ক পাহারায়, সতর্ক অবস্থানে থেকে শান্তি সমাবেশ করার কারণে বিএনপি দেশে, ঢাকা শহরে অপচেষ্টা চালালেও অশান্তি সৃষ্টি করতে পারেনি।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরে এসে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং র‌্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রেনিং দিতে চায়, সহায়তা করতে চায়। এটি হচ্ছে তাদের সর্বশেষ ঘোষণা। সুতরাং বিদেশিদের পদলেহন করে বিএনপির কোনো লাভ হয়নি। আজ বিএনপি ৫৪ দল মিলে সমাবেশ করেছে, প্রেস ক্লাবের সামনে ১২ দল না ১৪ দল মিলে মঞ্চে ২৪ জন আর সামনে ছিল ১০ জন। আরও কয়েক জায়গায় বিএনপি সমাবেশ করেছে, দল হচ্ছে ১৪টা, মানুষ একশর বেশি নেই।

হাছান মাহমুদ বলেন, আগে বিএনপির জোটে ছিল ২২ দল। সেটা ভেঙে বানিয়েছে ১২ দল। দেশে জোট বড় হয় আর বিএনপির জোট ছোট হয়।

মন্ত্রী বলেন, বিএনপি বলেছিল সরকার পদ্মা সেতু করতে পারবে না। এখন তারা গোপনে পদ্মা সেতু দিয়ে ওপারে যান আর ওপারে গিয়ে আমাদের বিরুদ্ধে বক্তব্য দেন। করোনার টিকার বিরুদ্ধেও বিএনপি অপবাদ দিয়েছিল। পরে নেতারা গোপনে টিকা নিয়েছেন। মেট্রোরেল চালু হওয়ায় সমগ্র বাংলাদেশ খুশি, কিন্তু বিএনপি খুশি নয়। এখন আমরা অপেক্ষায় আছি কখন আপনারা মেট্রোরেলে চড়বেন।

তিনি আরও বলেন, আমি কাগজে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আর মির্জা আব্বাস সাহেব হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি তাদের রোগমুক্তি কামনা করি। মির্জা ফখরুল, গয়েশ্বর বাবু আর মির্জা আব্বাসসহ নেতাদের জন্য আমরা করোনার এক্সট্রা ডোজ রেখেছি। আপনাদের দরকার হলে এক্সট্রা ডোজ নেন। আপনারা সুস্থ থাকুন, সরকারের বিরোধিতা করুন। কিন্তু দয়া করে দেশে অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাবেন না। তাহলে দেশের মানুষ অতীতের মতোই আপনাদের প্রতিহত করবে। আর নির্বাচনে আসুন। নির্বাচনে না আসলে অন্য কতগুলো দলের মতো আপনারাও হাওয়ায় মিলিয়ে যাবেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দলের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি হচ্ছে সাপের মতো। যখনই সুযোগ পাবে তখনই ছোবল মারবে। তাই সবসময় সতর্ক থাকতে হবে। নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থাকবো, সতর্ক থাকবো, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করবো জনগণকে সঙ্গে নিয়ে ও নির্বাচনে বিজয় ছিনিয়ে এনে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে ঘরে ফিরে যাবো। তার আগে যাবো না।

আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আবু আহম্মেদ মান্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com