দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালে ব্যাংকের পরিচালন মুনাফা ১০২৪ কোটি টাকা, গত বছরের মুনাফার পরিমাণ ছিল ৮৫২ কোটি টাকা। পরিচালন মুনাফার প্রবৃদ্ধি হার ২০ শতাংশ।
সম্প্রতি গুলশানের একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি. এম. ইকবাল ।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিমের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান মইন ইকবাল, পরিচালক বি এইচ হারুন, সংসদ সদস্য আব্দুস সালাম, এম ইমরান ইকবাল (রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান), জামাল জি আহমেদ, নাহিয়ান হারুন, স্বতন্ত্র পরিচালক কায়জার এ চৌধুরী, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া, অনুষ্ঠানে ১৩২টি শাখার ব্যবস্থাপকগণ, জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ