শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মার্টিনেজের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর আগমনে পদ্মা পাড়ে উৎসবের আমেজ সকালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন আজ যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক এসসিও-র শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী কেন গেলেন না? ব্রিটেনের নির্বাচন: লেবার পার্টির বিশাল জয়, সুনাকের পরাজয় প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হবে ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত রাজধানীতে ৯ কোটি টাকার খাসজমি উদ্ধার কাস্টমস কমিশনার এনামুলের ৯ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ ফেনীতে বেড়িবাঁধের ১০ স্থানে ভাঙন, ৪৬ গ্রাম প্লাবিত জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা চেয়ারম্যান বান্দরবানে বেনজীরের সম্পত্তি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খালেদার মুক্তি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি ভাতিজির বিয়েতে যাচ্ছিলেন এসআই, রাস্তায় ফেলে কোপাল দুর্বৃত্তরা কোটা আন্দোলনের কারণে রাজধানীজুড়ে তীব্র যানজট বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আর আওয়ামী লীগ রক্ষা করে : নিখিল

বাড়ছে শীতজনিত রোগ, হাসপাতালে ভিড়

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৬ বার পড়া হয়েছে

কয়েক দিনের তীব্র শীতে সারাদেশেই শীতজনিত রোগ বেড়েছে। বিশেষ করে শিশুরা সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালাতে ভর্তি হচ্ছেন। রোগীর চাপে শয্যা সংকট থাকলেও সেবায় কোনো ঘাটতি নেই বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতিনিধিদের পাঠানো তথ্য ও রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের তীব্র শীতে বেশির ভাগ হাসপাতালের প্রতিটি ওয়ার্ডই রোগীতে পরিপূর্ণ। এর মধ্যে শীতজনিত রোগীর সংখ্যাই বেশি। ফলে, হাসপাতাল কর্তৃপক্ষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ৪৭ হাজার ৯৮২ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭৩ জন মৃত্যুবরণ করেছে। শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তিন লাখ ২৪ হাজার ৮১৮ জন। মারা গেছেন তিনজন।

রাজধানীর শুক্রাবাদের বাসিন্দা সোলেমান মিয়া। ১০ মাসের সন্তান মিলনকে নিয়ে কয়েকদিন ধরেই হাসপাতালে। সোলেমান জানান, শীত বেড়ে যাওয়ায় হঠাৎ মিলনের সর্দি-কাশি দেখা দেয়। এর মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার নিউমোনিয়া ধরা পড়লে চিকিৎসক শিশু হাসপাতালে রেফার করেন।

মিলনের মতো এমন অসংখ্য শিশু সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছে। তবে অনেকের অভিযোগ হাসপাতালে সিট না পাওয়া নিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষরা বলছেন, রোগীর চাপ অনেক বেশি থাকায় এমন সমস্যা। সেবায় কোনো ঘাটতি নেই।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান জানান, তীব্র শীতের কারণে রোগী সংখ্যা বেড়েছে। এরমধ্যে টন্সিলাইটিস, ফেরেনজাইটিস, রাইনাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা রোগীর সংখ্যা বেশি।

তিনি বলেন, রোগীর চাপ বাড়ায় শয্যা সংকট দেখা দিলেও সেবায় কোনো ঘাটতি নেই। সবাইকেই প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com