বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ সারাদেশের সব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা দরকার। সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় আজকের এ উন্নয়ন সেদেশে সরকারের ধারাবাহিকতার ফলেই সম্ভব হয়েছে। বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেটিও বর্তমান সরকার টানা কয়েক মেয়াদে ক্ষমতায় থাকার কারণেই হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামীতে সরকারের এই ধারাবাহিকতা রাখতে হবে।
বুধবার (৪ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে রমনার আইইবি সদর দপ্তরে ‘শিল্পায়নে বঙ্গবন্ধুর দর্শন: চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার তিনি এ কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, দফায় দফায় সরকার পরিবর্তন হলে কোনো দিনই পদ্মাসেতু হতো না। সরকার পরিবর্তন হলে আরেক সরকার এসে বলতো এখানে না হয়ে পদ্মাসেতু হবে আরেক জায়গায়। মালেশিয়া ও সিঙ্গাপুরে যে উন্নয়ন হয়েছে সেখানে একই সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় ছিলো বলেই হয়েছে।
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। দেশীয় কাঁচামাল ভিত্তিক শিল্পায়নের ধারা জোরদার করে কৃষি ও শিল্পখাতের যুগপৎ মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করাই ছিল বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন।
প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আজকে যেসব মেগা প্রজেক্ট হচ্ছে, ইঞ্জিনিয়াররা তার পেছনে কাজ করছেন বলেই দেশ এগিয়ে গেছে। আপনারা না থাকলে মেগা প্রকল্প হতো না। আবার যদি কখনো পদ্মাসেতু ও মেট্রোরেল প্রকল্পের কাজ হয় তখন আপনারাই সেই কাজ করবেন।
তিনি বলেন, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্টের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্টের ব্যবহার এমনভাবে বাড়ছে, এই ধারা অব্যাহত থাকলে প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবির ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান, খন্দকার মঞ্জুর মোর্শেদ ও মনজুরুল হক মঞ্জু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিএসির পরিচালক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ সারওয়ার মোরশেদ। প্রধান আলোচক ছিলেন বিএসআরএম গ্রুপের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স ইঞ্জিনিয়ার সৌমিত্র কুমার মুৎসুদ্দি। আইইবির যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সাঈদ হিরোর সঞ্চালনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ