আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা আপনাদের কি দিয়েছে তা বাড়িতে বসে ভেবে দেখবেন। শহরে বসবাসকারী মানুষের চাইতে গ্রামের মানুষ অনেক ভালো আছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
মঙ্গলবার সকালে ঝালকাঠির নলছিটিতে কৃষকদের ও জেলেদের মাঝে বকনা বাছুর কৃষি উপকরণ বিতরণকালে এসব কথা বলেছেন তিনি।
উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে যান্ত্রিকরণ প্রকল্পের আওতাধীন ৫০% ভর্তুকি মূল্যে ৬৬টি কৃষি উপকরণ বিতরণ করেন এবং মৎস্য অধিদপ্তর এর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৪০ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ ও উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।
দুপুরে নলছিটি পৌরসভার গরিব ও অসহায় শীতার্ত চার শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতারা নাহিদ। পৌরসভার ৯টি ওয়ার্ডের গবির ও অসহায় মানুষকে এ কম্বল দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ