বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হবে এ মাসেই সাবেক সেনা সদস্য হত্যায় ৯ জনের যাবজ্জীবন ইতা‌লি ভিসাপ্রার্থীদের যে বার্তা দি‌লেন পররাষ্ট্র উপ‌দেষ্টা ময়মনসিংহে ‘চাঁদাবাজ’ রানাসহ ৬ আ. লীগ নেতা গ্রেপ্তার নিরাপদ খাদ্য পেতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে ছয়দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা শেখ হাসিনা কোথায় আছেন, জানালেন ছেলে জয় সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী, কারামুক্তিতে বাধা নেই বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র: মিলার সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে: ড. ইফতেখারুজ্জামান শাহ্জালাল ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু দুর্গাপূজার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন মন্ত্রী-এমপিরা কার ইঙ্গিতে পালালো তাদের শ্বেতপত্র প্রকাশ করুন: ফারুক মোটরসাইকেলের ইঞ্জিনেই চলবে হেলিকপ্টার! তাপসী তাবাসসুমকে আদালতে হাজির হতে নির্দেশ নেত্রকোণায় লাখ মানুষ পানিবন্দি, এক মৃত্যু আন্দোলন দমাতে অস্ত্র ব্যবহার, যুবলীগ কর্মী আরাফাত গ্রেপ্তার

চলে গেলেন গ্র্যামি বিজয়ী গায়িকা অনিতা পয়েন্টার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৪ বার পড়া হয়েছে

গ্র্যামি বিজয়ী জনপ্রিয় গায়িকা অনিতা পয়েন্টার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। গায়িকার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন তার প্রচারক রগার নীল। জানা গেছে, ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে নিজের বাড়িতেই মারা গেছেন অনিতা।

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

আরএন্ডবি গ্রুপ দ্য পয়েন্টার সিস্টার্সের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন অনিতা ‘আই অ্যাম সো এক্সাইটেড’, ‘জাম্প’ এবং ‘ফায়ার’ সহ হিট গানগুলো দিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মন জয় করেছেন।

kalerkantho

গায়িকার মৃত্যুতে গভীর শোক জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে তার পরিবার। বিবৃতিতে বলা হয়েছে, “স্বর্গ একটি প্রেমময় ও সুন্দর জায়গা হবে অনিতার জন্য। তিনি এখন তার মেয়ে জাদা, তার বোন জুন এবং বনির সাথে এবং শান্তিতে থাকবেন। ”

সত্তর এর দশকে চার বোনের সমন্বয়ে গঠিত মিউজিক্যাল ব্যান্ডটি দারুণ জনপ্রিয়তা অর্জন করে। ব্যান্ডটি ১৯৭৩ সালে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করে। ‘ইয়েস উই ক্যান’ শিরোনামের গানটির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিগত অস্থিরতায় একতা এবং সহনশীলতার আহ্বান জানায় ব্যান্ডটি। অ্যালবামটি দারুণ হিট হয়ে ওঠে।  ১৯৭৫ সালে তাদের হিট গান ‘ফেইরি টেল’ সেরা কান্ট্রি ভোকাল পারফরম্যান্সের জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিল।

১৯৭৯ সালে বনি পয়েন্টার একক ক্যারিয়ারের জন্য চলে যাওয়ার পর এই ব্যান্ড দলটি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বাকী তিন বোন বোন পুনরায় সংগঠিত হয় এবং একটি আধুনিক পপ সাউন্ডের মাধ্যমে তাদের পূর্ববর্তী ইমেজটি আবারো পুনরুদ্ধার করে। ১৯৮০ এর দশক জুড়ে ব্রান্ডটি মার্কিন টপচার্টে ‘পাওয়ার হাউজ’ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখে। ‘হি ইজ সো শাই’, ‘জাম্প’ এবং ‘নিউট্রন ড্যান্স’, তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।  

সঙ্গীত জগতে সফল হলেও অনিতার ব্যক্তিগত জীবন ছিল ট্র্যাজেডিতে পূর্ণ। ২০০৩ সালে তার একমাত্র সন্তান জাদা পয়েন্টার মাত্র ৩৭ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এরপর তিনি তার নাতনি রক্সি ম্যাককেইন পয়েন্টারকে বড় করেছেন।

এদিকে গায়িকার মৃত্যুতে শোক জানিয়েছেন মার্কিন সঙ্গীত জগতের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোকবার্তা প্রকাশ করছেন ভক্ত অনুরাগীরা।

সূত্র : বিবিসি নিউজ

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com