বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাসহ ১৪ প্রস্তাব ১২ দলীয় জোটের অবশেষে মুখ্যমন্ত্রী পেলো জম্মু-কাশ্মীর, শপথ নিলেন ওমর আব্দুল্লাহ পাচার হওয়া অর্থ ফেরা‌তে জাতিসংঘের সহযোগিতা চায় বাংলাদেশ মিরপুরে শান্তদের সঙ্গে আলাপে নতুন কোচ ১০ অতিরিক্ত আইজিপিকে বদলি ও পদায়ন রাফিনহার দুই পেনাল্টি, পেরুর জালে ব্রাজিলের এক হালি ফের হাসপাতালে মাহাথির মোহাম্মদ নতুন মামলায় সালমান-মামুন-জিয়াউল গ্রেফতার কবর থেকে তোলা হলো বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ হাইকোর্ট ঘেরাও করলেন শিক্ষার্থীরা খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেফতার ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ প্রধান বিচারপতির আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে বিতর্ক, নিজের অবস্থান জানালেন অভিনেত্রী ৬ মাসের মধ্যে সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করার নির্দেশ ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র গ্রেফতার মেসির হ্যাটট্রিক, বলিভিয়ার জালে ৬ গোল আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হতে চায় চীন: শি জিনপিং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

বাড়ির ভাড়া নিয়ে বিরোধ, দরজা ভেঙে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৯ বার পড়া হয়েছে

বাড়ি ভাড়া নিয়ে দ্বন্দ্বে নুরুল কবির (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের ছেলে নুরুল আবছার।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত নুরুল কবির (৫৫) মাতারবাড়ির বাংলাবাজার এলাকার মৃত জেবর মুল্লুকের ছেলে। আহত নুরুল আবছারকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাতারবাড়ি ইউনিয়নের পরিষদ মেম্বার মোহাম্মদ সরওয়ার বলেন, মাতারবাড়ি বাংলা বাজার এলাকায় পাবলিক স্কুলের পাশে একটি পুকুর পাড়ের জমি নিয়ে স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন থেকে বিরোধ চলেছিল। এই বিরোধ প্রায় ৪০ বছরের পুরনো। পুকুরের পাড়ে রয়েছে দুইটি বাড়ি। বাড়িগুলো ভাড়া দেওয়া হয়।

সম্প্রতি এই বাড়ির ভাড়া গ্রহণ নিয়ে দুইপক্ষ চরম বিরোধে জড়িয়ে পড়ে। এ বিরোধের জেরে শুক্রবার রাতের প্রথমার্ধে আয়ুব আলী নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের নুরুল কবিরসহ অন্যরা। এদিকে আহত আয়ুবের বিষয়ে পুলিশ ও জনপ্রতিনিধির কাছে কোনো তথ্য না দিয়ে অনেকটা গোপনে রাতের আধারে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, আয়ুব আলীকে হাসপাতালে নেওয়ার পরই তার স্বজনরা দলবল নিয়ে এসে হামলার অভিযোগে প্রতিপক্ষের নুরুল কবিরের বাড়ি ভাঙচুর করতে থাকে। এক পর্যায়ে হামলাকারীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং বাড়ির লোকজন খুঁজতে থাকে। এসময় বাড়ির ভেতরের সব দরজা বন্ধ করে নিজেদের রক্ষা করতে চেষ্টা চালায় বাড়ির লোকজন।

প্রথম দরজার পর ভেতরের আরও একটি দরজা ভেঙ্গে বাড়ির তৃতীয় কক্ষে নুরুল কবিরকে পেয়ে নির্মমভাবে কুপিয়ে খুন করে হামলাকারীরা। পিতাকে বাঁচাতে এসে ছেলে আবছারও নির্মমতার শিকার হন। হামলাকারীরা বাড়ি ভাঙচুর করে, মালামাল লুট করে নিরাপদে এলাকা ত্যাগ করে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর থানায় নিয়ে আসে। এরপরই সারারাত মাতারবাড়িসহ আশপাশ এলাকায় অভিযান চালায় পুলিশ। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com