মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন নিউজ আইকন বারবারা ওয়াল্টার্স ৯৩ বছর বয়সে মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে তার মৃত্যুর খরব জানা যায়। চাকুরি জীবনে ওয়াল্টার এবিসি নিউজে প্রায় চার দশক কাটিয়েছেন। তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
সাক্ষাত্কার গ্রহনের দক্ষতার কারণে তিনি খুব পরিচিত। ওয়াল্টারস রিচার্ড নিক্সন থেকে শুরু করে আমেরিকান প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির সাক্ষাৎকার নিয়েছেন। ওয়াল্টার্স ২০০৮ সালে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছিলেন ‘আমি যখন সাক্ষাত্কার নিই তখন আমি ভয় পাই না, আমার কোন ভয় নেই। ’
তাঁর আরো সুপরিচিত সাক্ষাৎকারগুলোর মধ্যে ছিল, ১৯৭৭ সালে ফিদেল কাস্ত্রোর সঙ্গে কুখ্যাত বে অফ পিগস সাক্ষাৎকার এবং ১৯৯৯ সালে মনিকা লিউইনস্কির সাক্ষাৎকার। ওয়াল্টারস তাঁর ৫০ বছরের কর্মজীবনে ক্যাথারিন হেপবার্ন, মাইকেল জ্যাকসন এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকারও নিয়েছেন।
সূত্র : স্কাই নিউজ।
বাংলা৭১নিউজ/এসএইচ