চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরইমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। যদিও মাহি দলীয় মনোনয়ন পাবেন কি না এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ।
তবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে মনোনয়নপত্র তোলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, সিনেমার এক নায়িকা (মাহি) কাল বলেছেন, ‘আমি মনোনয়নপত্র তুলতে চাই, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচন করতে চাই’। আমি নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে কথা বললাম। তিনি বললেন, ওদের পরিবার তো আওয়ামী লীগ, ও তো আওয়ামী লীগ করে। ঠিক আছে, মনোনয়ন ফরম তুলুক।
চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন কি না বলতে পারবো না মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, তাকে ফরম কেনার অধিকার দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ