‘জনগনের মধ্যে আজকে রব উঠেছে যে, আর এই স্বৈরাচার টিকতে পারবে না’ বলে মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটি সদস্য এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আজকে জনগণের মধ্যে একটা রব উঠেছে যে আর এই স্বৈরাচার টিকতে পারবে না। এই স্বৈরাচারের দিন শেষ বেগম খালেদা জিয়া-তারেক রহমানের আগামী দিনের বাংলাদেশ।
সরকারকে বিদায় করতে সকল পেশাজীবীদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘সেই লক্ষ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব আজকে রাস্তায় নেমে মানববন্ধন করছে। আমার দৃঢ় বিশ্বাস সকল পেশাজীবী-বুদ্ধিজীবী এবং আপামর জনগণ যারা গণতন্ত্রের বিশ্বাস করে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের লক্ষ্যে আমরা ইনশাল্লাহ পৌছাব। এই সরকারের হাত থেকে জনগনকে রক্ষা করব। ’
দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘তাদের অপশাসনে এদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে। তারা রাস্তায় নামা শুরু করেছে। আমদের বিগত দিনের গণসমাবেশগুলো তার প্রমাণ, গত ২৪ ডিসেম্বরে বিভাগে-বিভাগে, জেলায়-জেলায় গণমিছিলগুলো তার প্রমাণ। ’
‘আমরা বিশ্বাস করি, সময় বেশি নেই। ইনশাল্লাহ এদেশের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করে এদেশে পূর্ণ গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করবে যা করে মানুষ নিজের হাতে ভোট দিয়ে তাদের নিজের প্রতিনিধি দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে পারে। ’
জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের উদ্যোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।
ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মেহেদি হাসানের সঞ্চালনায় মানববন্ধনে অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মোসাদ্দেক হোসেন ডাম্বেল, অধ্যাপক এম এ সেলিম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. সিদ্দিকুর রহমান, ডা. সাঈদ মাহবুব উল কাদির, শেখ ফরহাদ, আনোয়ার হোসেন মুকুল, যুব দলের গোলাম মওলা শাহিন প্রমূখ বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/এইচ