রাত পোহালেই রংপুর সিটি করপোরেশন নির্বাচন। এ উপলক্ষে সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা করেছে নির্বাচন কমিশন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ।
সোমবার সকালে অনুষ্ঠিত এ সভায় ৮৬ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সব নির্বাচনী কর্মকর্তাকে শতভাগ নিরপেক্ষ আচরণ করতে হবে, কোনো প্রকার অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় পুলিশ কমিশনার নূরে আলম মীনা বলেন, নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে রংপুর সিটি। নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন, নির্বাচনের দায়িত্ব পালনে থাকবে রংপুর মেট্রোপলিটন, জেলা পুলিশ, বগুড়া, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জের ও পঞ্চগড়ের সাড়ে ছয় হাজার পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি সদস্য।
পুলিশ লাইন মাঠ থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচ