তিন বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের করা মামলায় কোনো বিচার হয়নি বলে অভিযোগ করে বিচারহীনতার সংস্কৃতির বাংলাদেশে বসবাস করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ডাকসু ভবনে হামলার ঘটনার কোনো বিচার না হওয়ার প্রতিবাদে আয়োজিত সভায় একথা বলেন তিনি।
প্রতিবাদ সভায় ছাত্র বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা একটি বিচারহীনতা সংস্কৃতির বাংলাদেশে বসবাস করছি। তার উজ্জ্বল দৃষ্টান্ত ২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে হামলা।
তিন বছর পার হয়েছে, আজ পর্যন্ত সেই হামলার বিচার হয়নি। সেদিন নানক সাহেব, নাসিম সাহেব বলেছিলেন ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। অথচ দেখলাম তাদের পুরস্কৃত করে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি করে দিয়েছে।
তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে যারা সন্ত্রাসী কার্যক্রম, ধর্ষণ, নির্যাতন করছে বর্তমান সরকার তাদেরই পুরস্কৃত করছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছিল। কিন্তু ঢাবি সাধারণ শিক্ষার্থীরা আজ স্বাধীন নয়। গণরুম-গেস্টরুমে শিক্ষার্থীদের গোলাম বানিয়ে রেখেছে।
ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি নাহিদ উদ্দীন তারেক বলেন, ডাকসুর ভিপির রুমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ। সেই হামলায় আমাদের ৪০ জন নেতাকর্মী আহত করা হয়। কয়েকজন আইসিউতে ভর্তি ছিল। সেই ঘটনার বিচার আজও আমরা পাই নাই। সকল ছাত্রসংগঠন সমানভাবে ক্যাম্পাসে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে হবে। সারা বাংলাদেশে অনতিবিলম্বে ছাত্র সংগঠন নির্বাচন চালু করতে হবে।
ডাকসু হামলায় ভুক্তভুগী নাজমুল হাসান বলেন, এই ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কলঙ্কিত দিন। আমরা নামে মাত্র একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি। মুক্তিযুদ্ধ মঞ্চের আমিনুল ইসলাম মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশে এই হামলা হয়েছে। আমার মাথায় ১৩টা সেলাই পড়েছে। মেরুদণ্ডের হাড়ে ফাটল দেখা গেছে। অথচ আমাদের নামেই মামলা হয়েছে। ঐদিন যারা নির্দেশ দিয়েছে তাদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।
২০১৯ সালের ডিসেম্বরে কয়েক দিন মুখোমুখি অবস্থানে থাকার পর ২২ ডিসেম্বর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ডাকসু ভবনে ঢুকে হামলা চালান বলে অভিযোগ পাওয়া যায়।
বাংলা৭১নিউজ/এসএইচ