পতনের বৃত্তে আটকে যাওয়া দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবারও মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেন ও বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট। অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে ২০ পয়েন্ট।
ফলে বুধ, বৃহস্পতি, রবি, সোম ও মঙ্গলবার টানা পাঁচ কার্যদিবস দরপতন হলো।
ডিএসইর তথ্য মতে, গতকাল বাজারে ৩১৪টি প্রতিষ্ঠানের চার কোটি ছয় লাখ ৫১ হাজার ৫১৯টি শেয়ার কেনাবেচা হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৩২২ কোটি ৪১ লাখ ১৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকা।
বাংলা৭১নিউজ/এসএস