গ্রাহকদের আধুনিক ও উন্নত সেবা প্রদানের জন্য পূবালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল শাখায় স্থাপিত Cash Recycler Machine (CRM) উদ্বোধন করা হয়েছে।
পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী ফিতা কেটে Cash Recycler Machine (CRM) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের আইসিটি অপারেশন ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন, প্রিন্সিপাল শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুজ্জামান, সংস্থাপন বিভাগের মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল, হেড অব কার্ডস্ ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়, সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক ইন্দ্র মোহন সূত্রধর এবং এডিসি বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত সেবা চালু হওয়ার ফলে এখন থেকে গ্রাহকরা নগদ টাকা উত্তোলনের পাশাপাশি কার্ডের মাধ্যমে অথবা কার্ড ছাড়াও টাকা জমা করতে পারবেন।
বাংলা৭১নিউজ/এসএইচ