শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির মধ্যে রেমিট্যান্স বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তির আওতায় ইতালিতে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের আওতায় বাংলাদেশে তাদের প্রিয়জনদের কাছে অর্থ নিরাপদে এবং দ্রুত সময়ে পাঠাতে পারবে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আব্দুল আজিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও এম. আখতার হোসেন, ট্রেজারী প্রধান জাহাঙ্গীর জাবেদ, ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির পরিচালক ডা. আনোয়ার ফরাজী ইমন, কান্ট্রি ম্যানেজার কাজী আব্দুল্লাহ আল মাসুম, ডেপুটি জেনারেল ম্যানেজার রাশিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ