এনসিসি ব্যাংক লিমিটেডের বাৎসরিক ঝুঁকি সংক্রান্ত সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টীমের সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং করপোরেট ও অন্যান্য শাখার ব্যবস্থাপকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের পরিচালক মো. আবদুল মান্নান। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. রাফাত উল্লা খান, মো. মাহবুব আলম ও এম. আশেক রহমানসহ বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের অতিরিক্ত পরিচালক ড. কাজী আরিফ উজ জামান এবং সহকারী পরিচালক মিস. উম্মে উষামা ফারজানা ফাতেমা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ