পটুয়াখালীর গলাচিপায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান। এ ঘটনায় দুই হামলাকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা সাতটার দিকে পৌর শহরের পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এতে সোহাগ বাম চোখ এবং বাম চোয়ালে রক্তাক্ত জখম হন। এসময় তার ক্যামেরা ও ল্যাপটব ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
এ ঘটনায় ৫ জনের নামে গলাচিপা থানায় মামলা দায়ের করেন সাংবাদিক সোহাগ। পুলিশ রাতেই হামলাকারী মারুফ (৩৭) ও আকিদ (২৮)কে গ্রেফতার করেছে।
গলাচিপা থানার ওসি শোনিত কুমার গাইন বলেন, আহত সাংবাদিক গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতারকৃতদের আজই আদালতে সোপর্দ করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ