বুধবার, ২২ মে ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড: রয়টার্স আরও ১ হজযাত্রীর মৃত্যু, সৌদি গেলেন ৩৪৭৪১ জন নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪০ বঙ্গোপসাগরে লঘুচাপ, আরো ঘনীভূত হতে পারে বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ প্রচার করেছেন অহিংসার বাণী গৌতম বুদ্ধ আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন শুভ বুদ্ধ পূর্ণিমা আজ এমপি আনোয়ারুল আজিমের মরদেহ কলকাতায় উদ্ধার ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার

ভারতে আলোচিত নারী সাংবাদিককে গুলি করে হত্যা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৯২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: ভারতে হিন্দু জাতীয়তাবাদের কড়া সমালোচক ও বহুল আলোচিত বামপন্থি নারী সাংবাদিক গৌরি লাঙ্কেশকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর দক্ষিণ-পশ্চিমের রাজারাজেশ্বরী নগর এলাকায় নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয় তাকে। তবে হত্যার কারণ এখনো পরিষ্কার হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৭টা ৪৫ মিনিট থেকে ৮টার মধ্যে গৌরি লাঙ্কেশকে গুলি করা হয়। ওই সময় তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তার মাথায় ও বুকে গুলি লাগে। ঘটনাস্থলে নিহত হন তিনি।

‘গৌরি লাঙ্কেশ পত্রিকে’ নামে একটি সাপ্তাহিক ট্যাবলয়েড পত্রিকার সম্পাদক ছিলেন ৫৫ বছর বয়সি গৌরি লাঙ্কেশ। কট্টর হিন্দুত্ববাদের বিরুদ্ধে তার কলম ছিল সবসময় সোচ্চার।

মঙ্গলবার বাসার সামনে গাড়ি পার্ক করে প্রধান ফটক দিয়ে প্রবেশের জন্য হেঁটে যাওয়ার সময় তিন বন্দুকধারী তার ওপর হামলা চালায়। তারা মোটরসাইকেলে এসেছিল। তিনি দৌড়ে বাসায় যাওয়ার চেষ্টা করেন। ততক্ষণে ঘাতকদের ছোঁড়া গুলিতে বিদ্ধ হয় তার মাথা, বুক ও গলা। কমপক্ষে সাত রাউন্ড গুলি ছোঁড়ে অজ্ঞাত বন্দুকধারীরা। চারটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেয়ালে লাগে। ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন গৌরি লাঙ্কেশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীরা হয়তো তাকে অনুসরণ করছিল। তবে প্রকৃত ঘটনা উদ্ধারের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, অধিকারকর্মীরা জানিয়েছেন, ভারতে সাংবাদিকদের বিরুদ্ধে গোঁড়া হিন্দু জাতীয়তাবাদীদের হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এই গোষ্ঠীর বিরুদ্ধে ‘অকুতোভয় ও নির্ভিক’ সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন গৌরি লাঙ্কেশ।

গত বছর একটি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন গৌরি লাঙ্কেশ। তবে রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন।

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহ। এ ঘটনাকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে অভিহিত করেছেন তিনি।

বামঘরানার কবি ও লেখক পি লাঙ্কেশের মেয়ে ও পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা কবিতা লাঙ্কেশের বোন হলেন গৌরি লাঙ্কেশ। বাবার প্রতিষ্ঠিত পত্রিকা চালাতেন তিনি। ক্ষমতাসীন ভারতীয় জনতার পার্টির (বিজেপি) স্থানীয় এক নেতার কর্মকাণ্ড নিয়ে গত বছর প্রতিবেদন প্রকাশ করায় তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ওই নেতা। মামলায় তার ছয় মাসের কারাদণ্ড হয় কিন্তু জামিনে মুক্তি পান তিনি।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com