মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ঘিরে তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
তারা হলেন- মো. ফারুক (২৮), মো. সাইফুল ইসলাম (২৫) ও মো. সোহেল রানা (৩৫)।
বুধবার (২ নভেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন।
গুলিবিদ্ধ সোহেল রানা জানান, গজারিয়ার ১ নম্বর হোসেন্দী ইউনিয়নের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাজী মাহবুব মোটরসাইকেল প্রতীক ও নৌকা প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় মনিরুল হক মিঠুর লোকজন আমাদের ওপর গুলি চালায়। আমরা তিনজন গুলিবিদ্ধ হই। প্রথমে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, শটগানের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছেন। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ