ব্রিটিশ-আমেরিকান কিকবক্সার অ্যান্ড্রু টেটের নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। গত রবিবার (২৩ অক্টোবর) থেকে ভাইরাল হওয়া দেখা যায়, দুবাইয়ের একটি মসজিদে বিখ্যাত এমএমএ ফাইটার তাম খানের কাছে তিনি নামাজ পড়ার নিয়ম শিখছেন।
এদিকে পরদিন সোমবার (২৪ অক্টোবর) এনড্রু টেট নিজস্ব সাইটে নিজের ইসলাম গ্রহণের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। তিনি বলেন, ‘এই কারণেই আমি মুসলিম হয়েছি।
কল্যাণ ও মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াইয়ে বিশ্বাসী যেকোনো খ্রিস্টান অবশ্যই ধর্ম পরিবর্তন করতে বাধ্য। ’ টুইট বার্তায় ত্রয়োদশ শতাব্দির প্রসিদ্ধ ইসলামিক ধর্মতাত্ত্বিক ইবনুল কায়্যিম (রহ.)-এর উদ্ধৃতি দিয়ে তিনি লিখেন, ‘আল্লাহর ভালোবাসা অন্তরে শক্তি, পুষ্টি ও আলো যোগায়। ’গত শনিবার (২২ অক্টোবর) আমিরাত ভিত্তিক উদ্যোক্তা বিশ্বখ্যাত এমএমএ যোদ্ধা তাম খান এক ফেসবুক পোস্টে নামাজের ভিডিওটি শেয়ার করে ‘আলহামদুলিল্লাহ’ তথা সব প্রশংসা মহান আল্লাহর লিখেন। এরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয় এবং উভয়ের প্রশংসা করতে থাকেন সবাই।
এরপর ভিডিও শেয়ার করে কমেন্ট বক্সে তাম খান একটি ব্যাখ্যামূলক দীর্ঘ বর্ণনা দেন। তাতে তিনি লিখেন, ‘ভাই অ্যান্ড্রু খুবই আন্তরিক এবং তার অন্তরে ইসলামের বিশেষ স্থান রয়েছে। আমি কয়েকটি বিষয় স্পষ্ট করব। কেন আমি আমাদের ইবাদতের দৃশ্য রেকর্ড করেছি? কারণ তা ইতিবাচ মনোভাব প্রসারে সাহায্য করে। ’ টেট এসময়ই প্রথম নামাজ পড়েছেন বলে জানান তিনি।
তাম আরো লিখেন, ‘এক্ষেত্রে অ্যান্ড্রু না বলতে পারত। তিনি জানেন যে সোস্যাল মিডিয়ায় ইতিমধ্যে বিতর্কিত পরিস্থিতিতে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু তিনি নিজেই তা করেন। এটা ছিল মসজিদে আমাদের বিশেষ ভ্রমণ। শুধুমাত্র সে ও আমি তা চেয়েছিলাম। কয়েকদিন আগে আমরা এই পরিকল্পনা করেছিলাম। পরবর্তীতে সে আমাকে যাওয়ার কথা মনে করিয়ে দেয়। ’
তাম আরো লিখেন, ‘আমি খুবই আনন্দিত যে আমরা মসজিদ ভ্রমণ করেছি। মানুষ তার আসল দিকটি দেখেছে। এবারই প্রথম টেট মসজিদে গিয়েছেন। কীভাবে তিনি তাঁর নতুন যাত্রা শুরু করেছেন তা সম্পর্কে জানা যায়। গত শনিবার (২৩ অক্টোবর) রাতে আমরা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। পবিত্র কোরআন, হাদিস, মহানবী (সা.)-এর কাজকর্ম এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন ভুল ধারণাসহ ইত্যাদি বিষয়ে আমি দীর্ঘ আলোচনা করেছি। ’ তরুণ ও কিশোরদের নামাজ পড়া ও ধর্মীয় নির্দেশনা পালনে লজ্জাবোধ কাটাতে কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে মন্তব্যের কারণে অ্যান্ড্রু টেট ‘মিসোজিনিস্ট’ হিসেবে তীব্র সমালোচিত হন। তখন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটারসহ সব সোস্যাল প্ল্যাটফর্ম থেকে তাকে নিষিদ্ধ করা হয়। এরপর গত জুলাই ও আগস্ট মাসে গুগলে সর্বাধিক অনুসন্ধান করা ব্যক্তি ছিলেন তিনি।
সূত্র : দ্য নিউ আরব