বাংলা৭১নিউজ,ঢাকা: রাষ্ট্র নিজেরাই মানবাধিকার অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘রাষ্ট্র নিজেই সন্ত্রাস ও গুম করছে। তারা নিজেরাই মানবাধিকার অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। তাই রাষ্ট্রকে জিজ্ঞাস করুন, কেনো তারা আন্তর্জাতিক গুম দিবস পালন করছে না!’ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনের শুরুতে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত গুমের শিকার ব্যক্তিদের নিয়ে একটি প্রামাণচিত্র দেখানো হয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা স্বাধীনভাবে কাজ করে এবং সত্য উচ্চারণ করেন তাদের মধ্যে ভীতি ও ভয় সৃষ্টি করার জন্যই গুম করা হচ্ছে। যাতে তারা এগিয়ে না আসে। বিএনপির ক্ষমতায় থাকার সময় গুমের কোন ঘটনা ঘটেনি। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত গুমের ওপর অধিকার ও আইন সালিশ কেন্দ্রের প্রতিবেদন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অধিকারে তথ্য অনুযায়ি এ পর্যন্ত ৩৮৪ জন্য গুম হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গুম হয়েছে ৫৩৯ জন। বিএনপির নিজস্ব কোন তথ্য আছে কি না- জানতে চাইলে মির্জা আলমগীর বলেন, ‘সঠিক কোন তথ্য নেই। তবে ১ হাজারের ওপরে গুম হয়েছে। এছাড়া অনেককে মৃত অবস্থায় পাওয়া গেছে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কয়েকটি আন্তর্জাতিক সংস্থাকে আমাদের প্রতিবেদন দিয়েছি এবং কয়েকটি ঘটনায় তদন্ত চলছে।’ গণমাধ্যমের উদ্দেশ্য মির্জা আলমগীর বলেন, ‘গুমের ঘটনাগুলোকে হালকা করে দেখা হলে কেউ নিরাপদ নয়। এই বিরুদ্ধে মিডিয়াকে দাঁড়াতে হবে এবং দেশের মধ্যে জনমত তৈরী করতে হবে। আন্তর্জাতিক জনমতে আমাদেরকে সহযোগিতা করতে হবে।’ সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জোটের শরিক দল কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক উপস্থিত ছিলেন। এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে মুন্সীগঞ্জ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের আত্ম-উৎসর্গকৃত নেতাকর্মীদের পরিবারদের প্রতি সংহতি ও সমবেদনা জানিয়ে একটি সভা করে মুন্সিগঞ্জ জেলা বিএনপি। অনুষ্ঠানে বিএনপির মুন্সীগঞ্জ জেলা বিএনপির আত্ম-উৎসর্গকৃত নেতাকর্মীদের পরিবারদের সদস্যদের হাতে নগদ অর্থ সাহায্য তুলে দেন বিএনপি মহাসচিব।
বাংলা৭১নিউজ/জেএস