শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শান্তিতে নোবেল জিতলো জাপানি সংস্থা নিহন হিডানকিও যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে: সেলিমা রহমান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলন পণ্ড হলো হামলায় ডিমের দাম বৃদ্ধি, সেটা কারসাজি: উপদেষ্টা ফরিদা আখতার পূজা উদযাপন কমিটির নেতার অনুরোধেই মণ্ডপে যান শিল্পীরা : পুলিশ ‘সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছে’ বিএনপির নাম করে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী ১০০ টাকার ওপরে সবজির কেজি, কাঁচামরিচ ৪০০ জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলি হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড় নেত্রকোনায় নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে হারিকেন মিল্টনের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ১০ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে হারল পাকিস্তান মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহত, বাংলাদেশের প্রতিবাদ পাকিস্তানে কয়লা খনিতে হামলা, ২০ শ্রমিক নিহত মধুমতির ভাঙনের ঝুঁকিতে স্কুল-মাদরাসা-মসজিদ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ২২, আহত ১১৭ বিশ্বে ৮ শিশু ও তরুণীর মধ্যে একজন ধর্ষণ-যৌনহয়রানির শিকার এটিএম থেকে বিকাশে রেমিটেন্স ক্যাশ আউট ৭ টাকায় বগুড়ায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে অর্থ সহায়তা দিলো জামায়াত

কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা হারুন গ্রেফতার

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৭ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়ায় সংঘবদ্ধ মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা হারুন মিয়াকে (৫৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

মঙ্গলবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৩ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পল্টন এলাকায় অভিযান চালিয়ে হারুন মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং একটি ভুয়া এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি সংঘবদ্ধ মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামি সে বাংলাদেশ থেকে বিভিন্ন দালালের মাধ্যমে উচ্চ বেতনে কম্পিউটার অপারেটর হিসেবে চাকুরি দেওয়ার নামে ভিকটিম এবং তাদের অভিভাবকদের প্রলুব্ধ করতো। দালালদের মাধ্যমে শিক্ষিত, কম্পিউটার বিষয়ে পারদর্শী বেকার যুবক-যুবতিদের প্রলুব্ধ করতো। কম্বোডিয়ায় পাঠানোর খরচ বাবদ প্রাথমিকভাবে তারা চার-পাঁচ লাখ টাকা নিতো। পরে তাদের বিমানযোগে কম্বোডিয়ায় পাঠাতো।

র‌্যাব আরও জানায়, কম্বোডিয়ায় নেওয়ার সেদেশের প্রবাসীদের সহায়তায় ভুক্তভোগীদের প্রথমে হোটেলে নেওয়া হতো। এরপর তাদের কাছ থেকে পাসপোর্ট ছিনিয়ে নিতো। হোটেলে কিছুদিন রাখার পর তাদের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণের জন্য বিদেশি ট্রেনিং সংস্থায় নেওয়া হতো।

সেখানে বিদেশি প্রশিক্ষকরা ভিকটিমদের গুগল ট্রান্সলেটরের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছদ্মনামে অ্যাকাউন্ট পরিচালনা করে অন্যদের কীভাবে প্রতারণা করা যায়, ভুয়া ক্লোন ওয়েবসাইট ব্যবহার করে ক্রেডিট কার্ড থেকে টাকা আত্মসাতের কৌশল, ভুয়া নম্বর থেকে ফোন দিয়ে বা চ্যাটিং করে স্বল্প সুদে ঋণ দেওয়ার নামে কৌশলে ডিপোজিট হাতিয়ে নেওয়া, সামাজিক মাধ্যমে ভয়েস কল ও ভিডিও কল রেকর্ড করে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে অর্থ আত্মসাতের কৌশল শেখাতো। মানবপাচারকারীদের ভাষায় সাইবার প্রতারণার বিষয়টি স্ক্যানার হিসেবে পরিচিত। এভাবে তাদের ব্যবহার করে চক্রটি সাইবার অপরাধ কর্মকাণ্ড চালাতো।

সাইবার প্রতারণার কাজে বাংলাদেশিদের ব্যবহার করার বিষয়ে র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বাংলাদেশি কম্বোডিয়া যাওয়ার পর তার পাসপোর্ট ছিনিয়ে নিলে সে পালিয়ে যেতে বা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করতে পারবে না। বাংলাদেশি ভুক্তভোগীরা উচ্চ বেতনে চাকরির প্রলোভনে পড়ে পরিচিতজনদের মাধ্যমে দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে। ভুক্তভোগীরা দেশে ফিরে বাংলাদেশি দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সক্ষম হলেও কম্বোডিয়া প্রবাসী দালালরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব-৩।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com