রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্দোলনে আহতদের দেখতে শেখ হাসিনা বার্নে স্বাস্থ্য উপদেষ্টা পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৬ সেনা ও ৮ বিদ্রোহী নিহত ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু নেত্রকোণায় ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭ বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামীদের জন্য হচ্ছে ‘স্পেশাল লাউঞ্জ’ ‘হেলমেট বাহিনীর’ সদস্য মনিরুল অস্ত্রসহ গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার ‘সাধারণ মানুষ যাতে ইলিশ খেতে পারে, সেই চেষ্টা করতে হবে’ শেরপুরে বন্যায় ৪ মৃত্যু, নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত নির্ভয়ে পূজামণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের সারা দেশে দুই লক্ষাধিক আনসার মোতায়েন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতিকে অপসারণের পর এবার সংবিধান বাতিলের দাবি হাসনাতের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলিক সংস্কারের প্রস্তাব করেছে জামায়াত প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ ঘরেই মাদকের কারবার করতেন স্বামী-স্ত্রী, যৌথবাহিনী অভিযানে ধরা

অশান্ত বঙ্গোপসাগর, সুন্দরবনে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ

বাগেরহাটে প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৪৮ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় সিত্রাং ও অমাবস্যার প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টা থেকে উপকূলীয় বাগেরহাটের শরণখোলায় প্রবল বৃষ্টি ও দমকা বাতাস শুরু হয়েছে। সেই সাথে স্থানীয় নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে অন্তত তিন-চার ফুট বৃদ্ধি পেয়েছে। ৭ নম্বর বিপৎসংকেত ঘোষণার পর থেকে উপকূলের মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।  

শরণখোলা উপজেলা প্রশাসনের তথ্যমতে বলেশ্বর নদীতীরবর্তী এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে ১০ সহস্রাধিক মানুষ আশ্রয় নিয়েছে।

এদিকে বন বিভাগ সূত্র জানিয়েছে, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালা, চরখালী, তাম্বলবুনিয়াসহ তিনটি টহল ফাঁড়ির অফিস বন্ধ ঘোষণা করে সকল কর্মকর্তা-কর্মচারীকে পার্শ্ববর্তী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এসব অফিসের দুর্বল অবকাঠামোর কারণে এ সিদ্ধান্ত নেয় বন বিভাগ।

সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় সাগরের বিশাল ঢেউ এসে আছড়ে পড়ছে দুবলা, আলোরকোল, নারকেলবাড়িয়া, ছাপড়াখালী, কটকা, কচিখালী এলাকার বনে। এমন পরিস্থিতিতে বনরক্ষীরা তাদের অফিস  ও বনের আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছেন। বন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এ পরিস্থিতিতে সকল পর্যটককে দুিই দিন আগেই সুন্দরবন থেকে সরিয়ে নেওয়া হয়।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, উপজেলায় ৯১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ এলাকার কেন্দ্রগুলোতে ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। উপজেলা প্রশাসনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল প্রচার-প্রচারণা ও লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ করছে।  

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরের বিশাল ঢেউ এসে বনে আঘাত করছে। বনের ওপর থেকে দুই-তিন ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। প্রবল গতিতে ঝড় হচ্ছে দুবলাসহ সাগরসংলগ্ন এলাকায়। বন বিভাগের ছুটি বাতিল করা হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com