শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শান্তিতে নোবেল জিতলো জাপানি সংস্থা নিহন হিডানকিও যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে: সেলিমা রহমান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলন পণ্ড হলো হামলায় ডিমের দাম বৃদ্ধি, সেটা কারসাজি: উপদেষ্টা ফরিদা আখতার পূজা উদযাপন কমিটির নেতার অনুরোধেই মণ্ডপে যান শিল্পীরা : পুলিশ ‘সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছে’ বিএনপির নাম করে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী ১০০ টাকার ওপরে সবজির কেজি, কাঁচামরিচ ৪০০ জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলি হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড় নেত্রকোনায় নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে হারিকেন মিল্টনের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ১০ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে হারল পাকিস্তান মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহত, বাংলাদেশের প্রতিবাদ পাকিস্তানে কয়লা খনিতে হামলা, ২০ শ্রমিক নিহত মধুমতির ভাঙনের ঝুঁকিতে স্কুল-মাদরাসা-মসজিদ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ২২, আহত ১১৭ বিশ্বে ৮ শিশু ও তরুণীর মধ্যে একজন ধর্ষণ-যৌনহয়রানির শিকার এটিএম থেকে বিকাশে রেমিটেন্স ক্যাশ আউট ৭ টাকায় বগুড়ায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে অর্থ সহায়তা দিলো জামায়াত

বিমানবন্দরে জব্দ সোনার বার বিক্রির কথা বলে ১১ কোটি টাকা আত্মসাৎ

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩৪ বার পড়া হয়েছে

কাস্টমসের মালামাল হিসেবে বিমানবন্দর থেকে জব্দ করা স্বর্ণের বার বিক্রি করার কথা বলে একটি প্রতারক চক্র ১১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ চক্রের মূলহোতা কাস্টমস পরিচালকের এপিএস হিসেবে পরিচয় দিয়ে কম দামে স্বর্ণের বার কিনে দেওয়ার জন্য সাধারণ মানুষকে আকৃষ্ট করে।

পরে নকল স্বর্ণের বার আসল বলে কথিত কেমিস্ট ও পরমাণু বিশেষজ্ঞ সেগুলো আসল বলে সাধারণ মানুষের মাঝে বিশ্বাস অর্জন করাতো। নকল স্বর্ণের বার, নকল ম্যাগনেটিক পিলার, কয়েন এবং ভুয়া কাস্টমস কর্মকর্তা পরিচয়ধারী প্রতারক চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ওয়ারী) বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো. বশার মোল্লা (৫৩), শেখ সোহাগ হোসেন মিন্টু (৩৩), দ্বীন মোহাম্মদ (৪১), মো. জুয়েল শিকদার (৪৬), কথিত ড. মোজাম্মেল খান ওরফে আকাশ (৪০), শেখ আলী আকবর (৫৭), মো. জামাল ফারাজী (৫৫), মো. সোহেল শিকদার (৩০), মো. বিল্লাল হোসেন (৩২) ও মো. শাহরিয়ার ইকবাল (২৫)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি নকল সোনার বার, সোনার বার তৈরির মেশিন, তামার তার, তার গলানোর কমিক্যাল, হিউম্যান রাইটসের নকল আইডি কার্ড ও সিভিল এভিয়েশনের নকল আইডি কার্ড।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (অ্যাডমিন-দক্ষিণ) সঞ্জিত কুমার রায়।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ওয়ারি) বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম বিশেষ অভিযান পরিচালনা করে নকল সোনার বার, নকল ম্যাগনেটিক পিলার, কয়েন এবং ভুয়া কাস্টমস কর্মকর্তা পরিচয়ধারী প্রতারক চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেফতার করে। গতকাল রোববার রাতে রাজধানীর বিমানবন্দর ও দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায় আরও বলেন, গ্রেফতাররা নকল সোনার বার, ম্যাগনেটিক পিলার ও কয়েন, কাস্টমসের মালামাল বিক্রির সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতার বশার মোল্লা নিজেকে কাস্টমস পরিচালকের এপিএস হিসাবে পরিচয় দিয়ে কম দামে স্বর্ণের বার কিনে দেওয়ার জন্য সাধারণ মানুষকে আকৃষ্ট করে।

গ্রেফতার শেখ সোহাগ হোসেন মিন্টু নিজেকে কাস্টমস পরিচালক অ্যাডমিন হিসাবে ক্রেতার সঙ্গে দেখা করে বিশ্বস্ততা অর্জন করে। গ্রেফতার দ্বীন মোহাম্মদ ও জুয়েল শিকদার স্বর্ণকার হিসাবে নকল সোনার বার তৈরি করে। গ্রেফতার কথিত ড. মোজাম্মেল খান ওরফে আকাশ নিজেকে কেমিস্ট ও পরমাণু বিশেষজ্ঞ পরিচয় দেয়। গ্রেফতার শেখ আলী আকবর নিজেকে অবসরপ্রাপ্ত মেজর হিসেবে পরিচয় দেন।

এছাড়া গ্রেফতার জামাল ফারাজী, সোহেল শিকদার, বিল্লাল হোসেন এবং শাহরিয়ার ইকবাল ক্রেতা যোগাড় করে পরমাণু বিজ্ঞানীর কাছে নিয়ে যায় এবং ম্যাগনেটিক পিলার, কয়েন ও সোনার বার পরীক্ষা করে সঠিক আছে কি না প্রতিবেদন দেয়।

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রতারক চক্রের সদস্যরা একেকজন একেক চরিত্রে অভিনয়ের মাধ্যমে ম্যাগনেটিক পিলার, কয়েন ও সোনার বার সরবরাহ করার কথা বলে সুকৌশলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে ১১ কোটি টাকা আত্মসাৎ করেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে কলাবাগান থানা, দক্ষিণখান থানা, উত্তরা-পূর্ব থানা, কাশিমপুর থানা ও বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একাধিক মামলা রয়েছে।

গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেনের সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. তরিকুর রহমানের তত্ত্বাবধানে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আরজুনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com