রংপুর জেলা পরিষদ নির্বাচনে দুই বীর মুক্তিযোদ্ধার মধ্যে ভোট যুদ্ধ চলছে।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত।
জানা গেছে, রংপুর জেলায় এবার চেয়ারম্যান পদে দুজন, আটটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২৯ জন ও তিনটি ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা ইলিয়াছ আহাম্মেদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রংপুর জেলা পরিষদ নির্বাচনে জেলার একটি সিটি করপোরেশন, তিনটি পৌরসভা, আটটি উপজেলা পরিষদ ও ৭৬টি ইউনিয়ন পরিষদের ১ হাজার ৯৫ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রংপুর জেলার আট উপজেলায় একটি করে আটটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য প্রতিটি ভোটকেন্দ্রে মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি বসানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ