শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি একদিনে ইউক্রেনের ১২০০ সৈন্য-যুদ্ধবিমানসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার ঢাকার বাদ মহিউদ্দিন চৌধুরী, শহীদ ওয়াসিমের নামে হলো চট্টগ্রামের উড়ালসড়ক উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচে মুখোমুখি রংপুর-বরিশাল প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন করা হবে শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি হাসপাতালে পরিবারের সবাই, অভিনেত্রী অঞ্জনা সংকটাপন্ন এক সমন্বয়কের নেতৃত্বে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ শিক্ষক-কর্মচারী আহত রাতুলকে বিজিবির সহায়তা বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি, ইউপিডিএফ সদস্য নিহত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান দুদকের জালে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র মধুমতীর পানি বাড়ায় ভাঙনের কবলে ‘স্বপ্ন নগর’ আশ্রয়ণ প্রকল্প যশোরের মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ইনকিলাব সম্পাদককে গ্রেফতারে আদালতের নির্দেশ মানছে না পুলিশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ৩৯৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: আদালতের নির্দেশ পাওয়ার ৮ মাস পার হলেও ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনকে গ্রেফতার করেনি পুলিশ। বরং আদালতের এ রায় বাস্তবায়নে টালবাহানা করছে তারা। চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ, তৃতীয় শ্রম আদালত, ঢাকা এ গ্রেফতারি পরোয়ানা জারী করেছে।

পুলিশ বলছে, বাহাউদ্দীনকে খুঁজে পাচ্ছেন না তারা। অন্যদিকে বাহাউদ্দীন গ্রেফতারি পরোয়ানা নিয়েই উত্তরা থেকে এসে ওয়ারী থানার কয়েকশ’ মিটারের মধ্যে ইনকিলাবে নিয়মিত অফিস করছেন। শুধু তাই নয় বিদেশেও ঘুরে বেড়াচ্ছেন। চলতি মাসের প্রথম সপ্তাহে সপরিবারে তিনি সিঙ্গাপুর ও ব্রিটেন সফর করেন এবং বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। সফরকালে তিনি লন্ডনে থাকা একজন রাজনৈতিক নেতার সাথেও গোপন বৈঠক করেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছর ইনকিলাব থেকে চাকরিচ্যুত সাংবাদিক (সাব এডিটর) মুকুল হায়দার তার দীর্ঘদিনের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি পরিশোধের জন্য মামলা দায়ের করেন। এরপর আদালত এ বিষয়ে সাংবাদিক মুকুল হায়দারের পক্ষে রায় দেয় এবং ইনকিলাব সম্পাদককে তার বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদি পরিশোধে নির্দেশ দেয়।

আদালতের নির্দেশ অমান্য করায় আদালত গত বছরের ৬ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করে। ১২ ডিসেম্বর ওয়ারী থানা আদালতের অ্যারেস্ট ওয়ারেন্ট পাবার পরও অদ্যাবধি এ এম এম বাহাউদ্দীনকে গ্রেফতার করেনি। বরং এ বিষয়ে গড়িমসি করছে।

এ ব্যাপারে মুকুলের আইনজীবী এডভোকেট শাহ আলম বলেন, ‘ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন আদালতের নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছেন আদালত। কিন্তু ওয়ারী থানা পুলিশ দীর্ঘ ৮ মাস অতিবাহিত হলেও এ অ্যারেস্ট ওয়ারেন্ট তামিল করছে না। বাহাউদ্দীনও আদালত থেকে জামিন নেননি।’

উল্লেখ্য, এরইমধ্যে চলতি বছরের মে মাসেও ইনকিলাব কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি থেকে অন্যায়ভাবে শতাধিক সাংবাদিক-কর্মচারীকে চাকরিচ্যুত করে। এদের মধ্যে অনেককে ইনকিলাব সম্পাদক মোট পাওনার ৩০ ভাগ দিয়ে জোর করে তিনশত টাকার স্ট্যাম্পে সকল পাওনা বুঝিয়া পাইলাম বলে স্বাক্ষরও নেন। এরপর ৪ মাস অতিক্রান্ত হলেও তাদের ২৬ মাসের বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদি পরিশোধ করা হয়নি।

এদিকে অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারীদের পক্ষ থেকে ওয়ারী থানায় এক ডজনেরও বেশি সাধারণ ডায়েরি করার পর পুলিশ তদন্তে সেগুলোর সত্যতা পেলেও এখনো কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। ওয়ারী থানা পুলিশের এ ভূমিকা নিয়ে খোদ পুলিশের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com