রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিঙ্গাপুরে হঠাৎ মাথাচাড়া করোনার, আক্রান্ত প্রায় ২৬ হাজার বাংলাদেশ অর্থনীতি সমিতি সভাপতি কাজী খলীকুজ্জমান, সম্পাদক আইনুল ওএমএস–এ গাফলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর এসএমই মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী একদল কুকুরের আক্রমণে প্রাণ গেলো যুবকের উখিয়ায় অস্ত্রসহ ৪ আরসা সদস্য গ্রেপ্তার বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা বৃষ্টি হতে পারে সারাদেশে সফলতার সঙ্গে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি: মেয়র তাপস গবেষকদের দাবি: ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া কোভ্যাক্সিনের টিকায় কানে নজর কাড়লেন কিয়ারা ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লোন নিয়ে রিকশা কিনছি, এখন কিস্তি দেবো কি করে ট্রাম্পের মস্তিষ্ক বিকৃত, গণতন্ত্রের জন্য হুমকি বাইডেন মেসির ফেরার ম্যাচে শেষ মুহূর্তে জয় মিয়ামির ১১ বছর পর আরেক বাংলাদেশির এভারেস্ট জয় সৌদি গেলেন ২৮৭৬০ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, চুক্তি চলতি বছরই ২য় ধাপের উপজেলা নির্বাচনে মাঠে থাকছে ৬১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট জাতীয় এসএমই পুরস্কার-২০২৩ পেলেন ৭ উদ্যোক্তা

ইনকিলাব সম্পাদককে গ্রেফতারে আদালতের নির্দেশ মানছে না পুলিশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ৩৮৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: আদালতের নির্দেশ পাওয়ার ৮ মাস পার হলেও ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনকে গ্রেফতার করেনি পুলিশ। বরং আদালতের এ রায় বাস্তবায়নে টালবাহানা করছে তারা। চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ, তৃতীয় শ্রম আদালত, ঢাকা এ গ্রেফতারি পরোয়ানা জারী করেছে।

পুলিশ বলছে, বাহাউদ্দীনকে খুঁজে পাচ্ছেন না তারা। অন্যদিকে বাহাউদ্দীন গ্রেফতারি পরোয়ানা নিয়েই উত্তরা থেকে এসে ওয়ারী থানার কয়েকশ’ মিটারের মধ্যে ইনকিলাবে নিয়মিত অফিস করছেন। শুধু তাই নয় বিদেশেও ঘুরে বেড়াচ্ছেন। চলতি মাসের প্রথম সপ্তাহে সপরিবারে তিনি সিঙ্গাপুর ও ব্রিটেন সফর করেন এবং বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। সফরকালে তিনি লন্ডনে থাকা একজন রাজনৈতিক নেতার সাথেও গোপন বৈঠক করেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছর ইনকিলাব থেকে চাকরিচ্যুত সাংবাদিক (সাব এডিটর) মুকুল হায়দার তার দীর্ঘদিনের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি পরিশোধের জন্য মামলা দায়ের করেন। এরপর আদালত এ বিষয়ে সাংবাদিক মুকুল হায়দারের পক্ষে রায় দেয় এবং ইনকিলাব সম্পাদককে তার বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদি পরিশোধে নির্দেশ দেয়।

আদালতের নির্দেশ অমান্য করায় আদালত গত বছরের ৬ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করে। ১২ ডিসেম্বর ওয়ারী থানা আদালতের অ্যারেস্ট ওয়ারেন্ট পাবার পরও অদ্যাবধি এ এম এম বাহাউদ্দীনকে গ্রেফতার করেনি। বরং এ বিষয়ে গড়িমসি করছে।

এ ব্যাপারে মুকুলের আইনজীবী এডভোকেট শাহ আলম বলেন, ‘ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন আদালতের নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছেন আদালত। কিন্তু ওয়ারী থানা পুলিশ দীর্ঘ ৮ মাস অতিবাহিত হলেও এ অ্যারেস্ট ওয়ারেন্ট তামিল করছে না। বাহাউদ্দীনও আদালত থেকে জামিন নেননি।’

উল্লেখ্য, এরইমধ্যে চলতি বছরের মে মাসেও ইনকিলাব কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি থেকে অন্যায়ভাবে শতাধিক সাংবাদিক-কর্মচারীকে চাকরিচ্যুত করে। এদের মধ্যে অনেককে ইনকিলাব সম্পাদক মোট পাওনার ৩০ ভাগ দিয়ে জোর করে তিনশত টাকার স্ট্যাম্পে সকল পাওনা বুঝিয়া পাইলাম বলে স্বাক্ষরও নেন। এরপর ৪ মাস অতিক্রান্ত হলেও তাদের ২৬ মাসের বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদি পরিশোধ করা হয়নি।

এদিকে অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারীদের পক্ষ থেকে ওয়ারী থানায় এক ডজনেরও বেশি সাধারণ ডায়েরি করার পর পুলিশ তদন্তে সেগুলোর সত্যতা পেলেও এখনো কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। ওয়ারী থানা পুলিশের এ ভূমিকা নিয়ে খোদ পুলিশের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com