বাংলা৭১নিউজ, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার ফলে যমুনা নদীর উপর পৌলি রেলসেতুর নিচ থেকে মাটি সরে গেছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ সকালে কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।
টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনের মাস্টার জালাল উদ্দিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পৌলি রেলসেতু অতিক্রম করার পর সেতুর নিচ থেকে মাটি ধসে যায়। বন্যার পানিতে মাটি নরম হওয়ায় এ ঘটনা ঘটেছে। এতে রেল লাইনের নিরাপত্তায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঘটনাস্থলে নীলফারারীর চিলাহাটির থেকে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর রেলস্টেশনে আটকে আছে।
তিনি আরো জানান, সেতুর রেললাইন মেরামতের জন্য পাকশী ও ঢাকা থেকে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা রওনা দিয়েছেন।
বাংলা৭১নিউজ/সিএইস