বাংলা৭১নিউজ, রাজশাহী : নওগাঁর মান্দা উপজেলায় বাঁশবোঝাই ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দেলোয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মারিয়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম, আব্দুল মান্নান, দিপেন ঘোষ, আমিনুর, দেলোয়ার ও সাহেব আলী ।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, বাঁশবোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। মান্দা উপজেলার দেলোয়াবাড়ি মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ইনস্টিটিউটের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।
বাংলা৭১নিউজ/সিএইস