বাংলা৭১নিউজ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বউয়ের কাছে ভাত চাওয়ায় মাকে নির্যাতনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার ওই গ্রামের তসলিমা খাতুনকে (৯৫) তার বড় ছেলে দবির উদ্দীন নির্মমভাবে নির্যাতন চালিয়ে জখম করেছে। মা তসলিমা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ছেলের বউয়ের কাছে ভাত চেয়েছিলেন। একথা দবির উদ্দীন জানতে পেরে লাঠি দিয়ে মাকে নির্মমভাবে নির্যাতন করেন। লাঠির আঘাতে তসলিমার বাম চোখ থেতলে গেছে।
বুধবার জেলা প্রশাসক আব্দুল আওয়াল ওই বৃদ্ধা মাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস জানান, ঘটনার পরদিন বুধবার রাতে পুলিশ দবির উদ্দীনকে বাড়ি থেকে গ্রেফতার করেছে।
জানা গেছে, তসলিমার স্বামী সফির উদ্দীন ২৫ বছর আগে মারা যান। তিনি ছেলেদের জায়গা জমি দিয়ে গেছেন। কিন্তু তারা তাদের মাকে দেখভাল করতে অনীহা প্রকাশ করে আসছিল।
বাংলা৭১নিউজ/সিএইস