বাংলা৭১নিউজ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ষোড়শ সংশোধনী রায় আইনিভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতি এ আসনগুলো প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিক আসন। এই আসনগুলোর গুরুত্ব অনেক। এ ব্যাপারে যেনতেন ভাবে মন্তব্য করা ঠিক হবে না।’
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি যারা করেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না। তারা মনে করেন তারা বাংলাদেশের সব আইনের উর্ধ্বে। বিএনপি এই রায় নিয়ে কী মনে করে তাতে আমাদের কিছু যায় আসে না। যারা প্রতিনিয়ত আইনভঙ্গ করেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এটা বিশ্বাস হয় না।’
ষোড়শ সংশোধনী রায় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘এই রায়ে বলা আছে জিয়াউর রহমান ও এরশাদ এই দুজনে ব্যানেনা রিপাবলিক বানিয়েছিলেন।’
বঙ্গবন্ধু পলাতক খুনিদের প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘খুনিদের দেশের মাটিতে এনে রায় কার্যকর করার ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বদ্ধ পরিকর। তাদেরকে দেশের মাটিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।’
শোক সভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাবুল, সেলিম ভূইয়া, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম ভূইয়াসহ দলীয় নেতা-কর্মীরা।
বাংলা৭১নিউজ/জেএস