বাংলা৭১নিউজ, কুড়িগ্রাম প্রতিনিধি: বন্যার পানির স্রোতে কুড়িগ্রামের টগরাইহাট এলাকার বড় পুলেরপাড় সংলগ্ন রেলের সেতু ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে কুড়িগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সোমবার রাতে সেতুটি ভেঙে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। তিস্তা-কুড়িগ্রাম রেলপথের পারমানেন্ট ওয়ে ইন্সপেক্টর (পিডব্লিউআই) দীপক কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান,কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে সন্ন্যাসীর ড্রেন দিয়ে ধরলা নদীর পানি প্রবেশ করে পানির স্রোতে টগরাইহাট রেল স্টেশনের পূর্ব প্রান্তে বড়পুলের পাড় এলাকায় রেলপথের ব্রিজ (১৭ জে/ ৪৫৫-০২) ভেঙে যায়। ফলে ওই পথে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে সারাদেশের সঙ্গে কুড়িগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
দীপক কুমার জানান, পানির স্রোতে টগরাইহাট রেলস্টেশনের পূর্ব দিকের রেলের ওই ব্রিজটির একটি পায়ার ছুটে যাওয়ায় এবং আরও একটি পায়ার দেবে যাওয়ায় সোমবার (১৪ আগস্ট) সকাল থেকে কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে ব্রিজ মেরামত করে রেল যোগাযোগ চালু করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস