শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০ হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড় মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনা কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে রাফায় হামলা: দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত হামাস দুই বিভাগে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির আভাস আফগানিস্তানে বন্দুকধারীদের গুলি, স্প্যানিশ পর্যটকসহ নিহত ৪ সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’

রোমাঞ্চকর ক্লাসিকোয় হারল বার্সা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৮০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: নেইমার ছাড়া প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচে খেলতে নেমে হারের স্বাদ পেল বার্সেলোনা। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মর্যাদার ক্লাসিকো ম্যাচে। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বার্সাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।

রোববার রাতে ক্যাম্প ন্যুয়ে ক্লাসিকো লড়াইটি ছিল উত্তেজনায় ঠাসা। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। ম্যাচের উত্তাপ স্পর্শ করেছে বিশ্বের সবচেয়ে শান্ত স্বভাবের খেলোয়াড় হিসেবে পরিচিত এই মেসিকেও। ম্যাচের প্রথমার্ধেই হলুদ কার্ড দেখেন মেসি। তার সঙ্গে হলুদ কার্ড দেখেন ক্যাসেমিরো, গ্যারেথ বেল, দানি কারভাহাল ও জেরার্ড পিকে। তবে সবচেয়ে বড় শাস্তিটা পেয়েছেন রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। ন্যু ক্যাম্পে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

বারুদে ঠাসা ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে শুরুতে এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ৫০ মিনিটে বাঁ দিক থেকে মার্সেলোর ক্রস বিপদমুক্ত করতে নিজেদের জালেই জড়িয়ে দেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। ৫৮ মিনিটে বেনজেমার বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো। ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টি থেকে বুদ্ধিদীপ্ত শটে নাভাসকে বোকা বানিয়ে বার্সাকে সমতায় ফেরান মেসি। তবে ম্যাচের ৮০ মিনিটেই ইসকোর পাস ধরে পিকেকে পরাস্ত করে ডি বক্সের ভিতর থেকে জোরালো শটে ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দেন রোনালদো।

এই গোলের উদযপান করতে গিয়ে জার্সি খোলে হলুদ কার্ড দেখেন রোনালদো। কিন্তু এটিই পরবর্তীতে তার বিপদ ডেকে আনে। ম্যাচের ৮২ মিনিটে ডি-বক্সে ডাইভের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রোনালদো। আর দু্ই হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখেন সিআরসেভেন। ফলে মেজাজ হারিয়ে রেফারির পিঠে ধাক্কা দেন পর্তুগিজ তারকা। এর জন্য হয়তো বড় শাস্তি অপেক্ষা করছে তার জন্য।

এরপর ১০ জনের দল নিয়ে সমতায় ফেরার সুযোগ ছিল বার্সেলোনার। কিন্তু উল্টো ম্যাচের শেষ দিকে লুকাস ভাসকেসের বাড়ানো বলে মার্কো অ্যাসেনসিওর বাঁ পায়ের দুর্দান্ত শটে বল বার্সেলোনার জালে ঢুকে পড়ে। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কাতালান ক্লাবটিকে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com