বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়া নিবন্ধন প্রথা বাতিল, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত তরুণদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের আহ্বান আসিফ মাহমুদের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে দুদ‌কের ৫ মামলা শেখ হাসিনা প্রসঙ্গে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর হামাস-হিজবুল্লাহর ২৩০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল চিনি আমদানিতে কমলো ১৫ শতাংশ শুল্ক-কর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর সরকারি চাকরির বয়স দুই বছর ৩৫, স্থায়ীভাবে ৩৩ করার দাবি বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে: ফখরুল মিয়ানমার থেকে টেকনাফে ঢুকল আরও ৩৭ রোহিঙ্গা নাসরাল্লার দুই উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের পুলিশের কাজে গতি ফেরাতে ৫০ গাড়ি, হস্তান্তর ১০ থানায় লেবানন থেকে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন করার আহ্বান যমুনা ব্যাংকের পর্ষদ সভা ১৭ অক্টোবর ‘বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ’ প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেখতে গিয়ে নবজাতক অপহরণ, দাবি ৮০ হাজার টাকা

সাভার প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯ বার পড়া হয়েছে

সাভারে এক নবজাতক শিশুকে দেখতে গিয়ে বাসা থেকে তাকে অপহরণ করেছে এক দম্পতি। ঘটনার একদিন পর অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় অভিযান চালিয়ে নবজাতক শিশুকে উদ্ধার করা হয়।

এ সময় মোছা. শাহিদা বেগম (২৬) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। অভিযুক্ত দম্পতি সাভারের ভুক্তভোগীর পরিবারের প্রতিবেশী। এ ঘটনায় শাহিদার স্বামী সোহলে রানা পলাতক রয়েছেন। সোহেল রানা সাভারে পোশাক কারখানায় চাকরি করতেন।

র‍্যাব জানায়, গত ২ সেপ্টেম্বর সাভারে দিনমজুর শামসুন্নাহার (৩৫) ও মোহাম্মদ বাদল (৪০) দম্পতির ঘরে ছেলের সন্তানের জন্ম হয়। পরে ৫ সেপ্টেম্বর তারা হাসপাতাল থেকে সাভারের রাজ ফুলবাড়িয়া রাজারহাট এলাকার ভাড়া বাসায় চলে আসে। সেদিনই বিকেলে পূর্ব পরিচিত শাহিদা বেগম ও সোহেল রানা দম্পতি তাদের বাসায় নবজাতক শিশুটিকে দেখতে আসে। মা শামসুন্নাহার শিশুটিকে শাহিদা বেগমের কোলে রেখে তাদের আপ্যায়নের জন্য রান্না ঘরে যায়। এই সুযোগে শাহিদা ও সোহেল দম্পতি মিলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

পরে খোঁজাখুঁজির এক পার্যায়ে সোহেল রানা শিশুটির মা শামসুন্নাহারকে জানায়, শিশুটি তাদের কাছে আছে। ৮০ হাজার টাকা দিলে শিশুকে ফেরত দিবেন। র‍্যাবের কাছে শিশুর মা অভিযোগ দিলে গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, বুধবার সকালে আসামিকে সাভার মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব। মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/এমসি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com