আন্তর্জাতিক বাজারে তেলের দাম কয়েক ধাপ আগের চেয়ে সামান্য কমলো। সোমবার (৫ সেপ্টেম্বর) ওপেকভুক্ত দেশগুলো তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ঠিক করা হয়েছে, তারা প্রতিদিন ১ লাখ ব্যারেল কম তেল উৎপাদন করবে। এর জেরে বিশ্ববাজারে তেল সংকট ঘনীভূত হতে পারে বলে শঙ্কা করা হচ্ছিল।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট অথবা শূন্য দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৯৩ শতাংশ।
ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম সোমবার থেকে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫৭ ডলারে উন্নীত হয়েছে এবং শুক্রবারের তুলনায় ১ দশমিক ৭০ ডলার বা ২ শতাংশ বেশি ছিল।
পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা (ওপেক) ও তার মিত্ররা, শীর্ষ উৎপাদক সৌদি আরব ও অন্যান্য সদস্যদের সরবরাহ থাকা সত্ত্বেও জুন মাস থেকে দামের মন্দা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পরে বৈঠকে সিদ্ধান্ত হয় প্রতিদিন ১ লাখ ব্যারেল কম তেল উৎপাদন করবে।
এদিকে, মঙ্গলবার ভ্লাদিভোস্টকের ইস্টার্ন ইকোনমিক ফোরামে সাংবাদিকদের রাশিয়ার জ্বালানি মন্ত্রী নিকোলাই শুলগিনভ তেলের দামের সীমাবদ্ধতার প্রতিক্রিয়ায়, রাশিয়া এশিয়ায় আরও সরবরাহ চালাবে বলে জানিয়েছেন।
সূত্র: রয়টার্স
বাংলা৭১নিউজ/এসএইচ