বাংলা৭১নিউজ, শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শনিবার সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শাখা ছাত্রদলের সভাপতি এম এ রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদ খান সাদীর পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অনুপ দে, ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নরুল হক, সাংগঠনিক সম্পাদক হাবিব মেহেদি, দপ্তর সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক আবীর হোসেন রাফি, ছাত্রদল নেতা দেবাশীষ দাস, মুফাচ্ছির মওদুদসহ দলের বিভিন্ন স্তরের নেতাকমীরা।
এসময় বক্তারা বলেন, দেশের বিশ্ববিদ্যালযের ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝন-ঝনানি শুনা যাচ্ছে। জাতির চরম ক্রান্তি লগ্নে দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশনায় দেশের ছাত্রসমাজকে সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে র্দুবার আন্দোলন গড়ে তুলবে শাবি ছাত্রদল। পরে নতুন কর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।
মেয়াদ শেষেও বাসভবনে শাবি ভিসির অবস্থান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভ’ইয়ার মেয়াদ শেষ হওয়ার ১৫দিন পরও বিশ্ববিদ্যালয়ের ‘ভিসি বাংলো’ অনৈতিকভাবে অবস্থান করছেন বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এছাড়াও ভিসির শেষ কর্মদিবসে ইচ্ছাকৃতভাবে শিক্ষকদের শিক্ষা ছুটির অনুমোদন না দেওয়ার অভিযোগ তুলেছে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
শনিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম ও সাধারণ সম্পাদক মো. মহিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসির শেষ কর্মদিবসে এক শিক্ষক ছুটির অনুমোদন চাইলে তার সাথে দুর্ব্যবহার করে তিনি বলেন, আমি চাইলে তোমাকে ছুটি দিতে পারি কিন্তু দিবনা। এর ফলে শিক্ষক শাহজাহান মিয়ার পিএইচডি কার্যক্রমে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
তারা আরও অভিযোগ করেন, মেয়াদ শেষ হওয়ার পরেও সদ্য বিদায়ী ভিসি আমিনুল হক ভ’ইয়া অনৈতিক এবং অবৈধভাবে সপরিবারে বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলোতে অবস্থান করছেন। কিন্তু তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করায় সেখান থেকেও সুযোগ সুবিধা নিচ্ছেন।
এ বিষয়ে রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বলেন, তিনি (ভিসি) সিন্ডিকেট থেকে(অবস্থানের জন্য) অনুমোদন নেননি। এরকম অবস্থানের নিয়ম বিশ্বাবিদ্যালয়ের আইনেও নেই। অতীতেও কোন ভিসি এরকম অবস্থান করেননি। বিষয়টি জানতে সদ্য বিদায়ী ভিসি ড. মো. আমিনুল হক ভ’ইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/জেএস