বাংলা৭১নিউজ, মংলা প্রতিনিধি : দুর্যোগ ও আপদকালী সংকট মোকাবেলায় এবং চালের বাজার নিয়ন্ত্রনে রাখতে ভারত থেকে সরকারের আমদানীকৃত চালের প্রথম চালান এসে পৌঁছেছে মংলা বন্দরে। প্রথম দফায় প্রায় ৪ হাজার ৭শ’ মেট্রিক টন চাল নিয়ে বিদেশী জাহাজ এমভি ‘ডং আন কুইন’ বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় ভিড়েছে বৃহস্পপতিবার।
খাদ্য অধিদপ্তর জানান,আমদানীকৃত চালের গুনগত মান পরীক্ষা নিরীক্ষা শেষে শনিবার থেকে শুরু হচ্ছে খালাস কাজ। প্রাথমিকভাবে আমদানীকৃত চালের গুনগত মান দেখে খাদ্য বিভাগসহ সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন ।
সেম্প্রতি সরকারিভাবে ভিয়েতনাম থেকে ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং ভারত থেকে প্রাথমিক ভাবে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানীর চুক্তি হয়। বাংলাদেশ খাদ্যে শয়ং সম্পর্ণ এমন দাবিতে চাঊল আমদানী বন্ধ রাখে সরকার।দির্ঘ আট বছর পর কোন চাঊলবাহী বানিজ্যিক জাহাজ মংলা বন্দরে ভিড়লো। বন্দরে এ চাল খালাসের মধ্যে দিয়ে আমদানীকৃত খাদ্য শষ্য মংলা বন্দরে শতকরা ৪০ ভাগ এবং চট্রগ্রাম বন্দরে ৬০ ভাগ খালাস হবে বলে জানিয়েছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা।
বাংলা৭১নিউজ/জেএস